Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

ঢাকায় শুরু হলো সামার ম্যাথ ম্যানিয়া

ঢাকায় শুরু হলো সামার ম্যাথ ম্যানিয়া

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে গত 22 মে থেকে 30 মে ঢাকার ম্যাসল্যাবে (MASLab) অনুষ্ঠিত হয়েছে “সামার ম্যাথ ম্যানিয়া-২০১৯”। প্রাইমারি (৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি) এবং জুনিয়র(৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি)- এই দুই ক্যাটাগরির জন্য এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় । প্রতি ক্যাটাগরির শিক্ষার্থীরা প্রতি দিনে ৩ ঘন্টার একটি করে মোট ৭ টি সেশনে অংশগ্রহন করে। এই কর্মশালায় শিক্ষার্থীরা কাগজ কেটে জ্যামিতি শিখেছে, শিখেছে স্থানীয় মানের অনেক মজার বৈশিষ্ট্য।

অংকের নানারকম ম্যাজিকের মধ্যে দিয়ে কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেটা শিখেছে তারা। অংকের নানারকম খেলায় অংশ নিয়ে তারা কিভাবে যুক্তির সাথে চিন্তা করতে হয় সে বিষয়ে ধারণা পেয়েছে। শিক্ষার্থীদের প্রশিক্ষক হিসাবে ছিলেনঃ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক সমন্বয়ক সকাল রায়, একাডেমিক সদস্য প্রিতম কুমার মন্ডল, মোঃ তুরাব হক পায়েল, সরকার মোঃ সাদমান, মুরসালিন হাবিব, তাসনিম আরা সুস্মি, মোঃ খালিদ বিন ইসলাম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সাইন্স বিভাগের ডিন ড. আরশাদ চৌধুরী। গণিতের নানা রহস্য উদ্ঘাটনের প্রত্যয় নিয়ে শেষ হয় সামার ম্যাথ ম্যানিয়া-২০১৯।

 

{os-gal-2}

You May also Like

Image