Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

বগুড়ায় গণিত উৎসব

বগুড়ায় গণিত উৎসব

বগুড়া জিলা স্কুল মাঠ। আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন শুরু হবে সকাল নয়টায়। তবে কনকনে শীত উপেক্ষা করে সকাল সাতটা থেকেই সেখানে শিক্ষার্থীরা আসতে শুরু করে। তাদের সঙ্গে আসেন অভিভাবকেরাও। সকাল আটটার মধ্যেই বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে বগুড়া ছাড়াও জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পদচারণে।

গতকাল শনিবার বগুড়া জিলা স্কুলে অনুষ্ঠিত হলো ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের বগুড়া পর্ব। উৎসবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামাপদ মুস্তাফী এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক বজলুল করিম বাহার, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশীদ। আয়োজনে সহযোগিতা করেছে বগুড়া ও পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা।

সকাল সোয়া ১০টা থেকে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে গণিতের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার পর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য পরিবেশন করেন আমরা কজন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। বগুড়ার ব্যান্ড বি বয়েজ গান পরিবেশন করে।

গণিত উৎসবে গতকাল ফেনী সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীরা
 
গণিত উৎসবে গতকাল ফেনী সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীরা . প্রথম আলো

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর গণিত বিষয়ে প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের জবাব দেন সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের অধ্যাপক মাহতাব হোসেন মণ্ডল, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক মুগ্ধ তানজীম মির্জা, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম, বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাফুজুল ইসলাম, বগুড়া জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান আলী প্রমুখ। সমাপনী পর্বে বগুড়ার আর্মড পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শোয়েব শাহরিয়ার, পুলিশ লাইনস স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম, প্রথম আলো বগুড়া বন্ধুসভার সভাপতি সামির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী হয় ৪০ জন।

You May also Like

Image