গণিত উৎসব ২০২৪ অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত হয়েছে। https://online.matholympiad.org.bd লিংক থেকে ফলাফল দেখা যাবে।
নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে অথবা ৬ সংখ্যার ইউজারনেম অনুসন্ধান করে ফলাফল জানা যাবে।
শেষ হলো গণিতের বিশ্ব আসর। আজ বুধবার জাপানের স্থানীয় সময় বেলা তিনটায় ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পদক প্রদান করা হয়। প্রথমে পুরো আসরের নানা ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। এরপর খুদে গণিতবিদদের উদ্দেশে চিবা শহরের মেয়র কামিয়া সুনিচি বলেন, ভবিষ্যতের মেধাবী তরুণেরা নতুন পৃথিবী তৈরির জন্য এখান থেকে অনুপ্রেরণা নিয়ে ফিরছে। সবাইকে চিবা ও জাপানের পক্ষ থেকে ধন্যবাদ।
সাড়ে চার ঘণ্টার পরীক্ষা। বাংলাদেশের মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দুই–তিন ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়। সেখানে সাড়ে চার ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মূল পর্বে। আজ রোববার বাংলাদেশের শিক্ষার্থীরা দ্বিতীয় ও শেষ দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনের পরীক্ষায় বীজগণিত, কম্বিনেটরিকস ও জ্যামিতির ওপর তিনটি গাণিতিক সমস্যা সমাধান করেন প্রতিযোগীরা।
ইরাশাইমাসে, জাপানি ভাষায় স্বাগতম বলা হয়। সেই ডাকেই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পরীক্ষার প্রথম দিনে ভেন্যুতে প্রবেশ করে বিশ্বের নানা দেশের খুদে গণিতবিদেরা। জাপানের চিবা শহরে মাকুহারি মেসের বিশাল কক্ষে চলছে গণিত অলিম্পিয়াডের পরীক্ষা। দুই দিনের পরীক্ষায় প্রথম দিন বেশ উচ্ছল মনোভাব নিয়েই বাংলাদেশের গণিত দল অংশ নিয়েছে।
ঢাকা বিমানবন্দর, রাত ১২টা ৫০ মিনিট। মধ্যরাতে ঢাকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যে এত ব্যস্ত থাকে, তা সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। দিনের বেলায় সাধারণ যে ভিড় থাকে, রাতে যেন তা বেড়ে যায়। এর মধ্যে ইমিগ্রেশনের লম্বা লাইন তো আছে। সেই লাইনে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি সূর্যোদয়ের দেশ জাপানে যাওয়ার জন্য। আমাদের সাতজনের বাংলাদেশ দল তৈরি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এবারের আয়োজনের জন্য। সেই উদ্দেশে৵ই বুধবার (৫ জুলাই) রাতে রওনা দিয়েছি জাপানের উদ্দেশে।
চলতি বছর ২-১৩ জুলাই জাপানের চিবা শহরে অনুষ্ঠিত হবে ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। এ জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
আইএমওর জন্য নির্বাচিত বাংলাদেশ দলের সদস্যরা হলেন এস এম এ নাহিয়ান (ঢাকা কলেজ), শাহরিয়ার হোসেন (আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর), নুজহাত আহমেদ দিশা (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা), জিতেন্দ্র বড়ুয়া (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), দেবপ্রিয় সাহা রায় (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ) ও ইমাদ উদ্দীন আহমাদ হাসিন (কুষ্টিয়া সরকারি কলেজ।
গণিত উৎসব ২০২৩: জাতীয় গণিত অলিম্পিয়াড-এর ফলাফল: online.matholympiad.org.bd/results/national2023