Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

দুদিনব্যাপী জাতীয় গণিত উৎসব শুরু

দুদিনব্যাপী জাতীয় গণিত উৎসব শুরু

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘গণিত উৎসবে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসে৷ তাদের হাসিমুখ, সরব উপস্থিতি মন ভালো করে দেয়। প্রথম আলো ২৫ বছরে পা রাখছে৷ বাংলাদেশের যা কিছু ভালো তার সঙ্গে থাকতে চায় প্রথম আলো। আমাদের একটাই লক্ষ্য, সব বিষয়ে বাংলাদেশের জয় দেখতে চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই।’

 উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, কথাসাহিত্যিক ও মনোচিকিৎসক মোহিত কামাল ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।


উদ্বোধনী পর্বের পর ৯টা ৫৫ মিনিটে শুরু হয় গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব। প্রাইমারি দুই ঘণ্টা, জুনিয়র তিন ঘণ্টা, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা চলবে সাড়ে তিন ঘণ্টা। পরীক্ষা শেষে খুদে গণিতবিদেরা আবারও মাঠে জড়ো হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান, গম্ভীরা, রুবিকস কিউব প্রতিযোগিতা, দাবাসহ নানা আয়োজন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। উদ্বোধনীর আগে সকাল আটটা থেকে উৎসবস্থলে অঞ্চলভিত্তিক বুথে শুরু হয় আঞ্চলিক উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম। উৎসবে প্রাথমিক চিকিৎসা সহায়তা দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।

এবার উৎসবের মধ্য দিয়ে চলতি বছরের জুলাই মাসে জাপানের চিবা শহরে অনুষ্ঠেয় ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হচ্ছে। এবার গণিত উৎসবের জন্য সারা দেশ থেকে অনলাইনে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ২০টি শহরে ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হয়।

ফলাফল ও উৎসবের অন্যান্য খবর মিলবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট matholympiad.org.bd এবং facebook.com/BdMOC অফিশিয়াল ফেসবুক পেজে।

You May also Like

Image