Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

জাপানে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যাচ্ছে দেশের ৬ খুদে গণিতবিদ

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের সঙ্গে ছয় খুদে গণিতবিদ (ওপরে বাঁ থেকে) ইমাদ উদ্দীন আহমাদ হাসিন, দেবপ্রিয় সাহা রায় জিতেন্দ্র বড়ুয়া, নুজহাত আহমেদ দিশা, শাহরিয়ার হোসেন এবং এস এম এ নাহিয়ান। গতকাল রাজধানীর একটি হোটেলেছবি: প্রথম আলো
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের সঙ্গে ছয় খুদে গণিতবিদ (ওপরে বাঁ থেকে) ইমাদ উদ্দীন আহমাদ হাসিন, দেবপ্রিয় সাহা রায় জিতেন্দ্র বড়ুয়া, নুজহাত আহমেদ দিশা, শাহরিয়ার হোসেন এবং এস এম এ নাহিয়ান। গতকাল রাজধানীর একটি হোটেলে। ছবি: প্রথম আলো

দেশের ৬ খুদে গণিতবিদ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৪তম আসরে অংশ নিতে জাপানে যাচ্ছে। মাথা ঠান্ডা রেখে আনন্দের সঙ্গে তারা নিজেদের সেরাটা দেবে বলে আয়োজকদের প্রত্যাশা।

আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ১৯তম বারের মতো এই আয়োজনে অংশ নিচ্ছে। আগামীকাল বুধবার ৫ জুলাই রাতে দলটি রওনা দেবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশ দলের ছয় সদস্যকে পরিচয় করিয়ে দেন। এসব শিক্ষার্থী হলো ঢাকা কলেজর এস এম এ নাহিয়ান, রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার হোসেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ দিশা, চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জিতেন্দ্র বড়ুয়া, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দেবপ্রিয় সাহা রায় এবং কুষ্টিয়া সরকারি কলেজের ইমাদ উদ্দীন আহমাদ হাসিন।

মোহাম্মদ কায়কোবাদ বলেন, দলটি নতুন। তারা ভালো করবে। প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, চাপ নেই।

এ বছর জাপানে অংশ নিচ্ছে শতাধিক দেশের পাঁচ শতাধিক প্রতিযোগী। ৭ জুলাই জাপানের চিবা শহরে উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে শুরু হয়ে ১২ জুলাই সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০২৩।

সংবাদ সম্মেলনে ডাচ্‌–বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, গণিত ভালোবাসলে ভালো মানুষও হওয়া যায়। এবারের প্রতিযোগীদের মধ্যে সারা দেশের শিক্ষার্থী আছে। মেধাবী সারা দেশেই আছে। তাদের খুঁজতে হয় এবং সুযোগ দিতে হয়। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে কিছু মেধাবী এখানে এসেছে। এবারের প্রতিযোগীরা নিজেদের সেরাটা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই ছয় খুদে গণিতবিদ সোনা জিতে আনবে বলে আশা প্রকাশ করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, মাথা ঠান্ডা রেখে আনন্দের সঙ্গে পরীক্ষা দিতে হবে।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, সারা দেশ থেকে ৪৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে এই ছয়জন উঠে এসেছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই পুরো আয়োজন করে থাকে। বাংলাদেশ ২০০৪ সালে আইএমওর সদস্য পদ পেয়েছে এবং ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ১টি সোনা, ৭টি রৌপ্য ও ৩২টিব্রোঞ্জ পদক এবং ৩৮টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।

You May also Like

ডিজনিল্যান্ডের সাম‌নে বাংলা‌দেশ গ‌ণিত দল

টোকিওর ডিজনিল্যান্ডে খুদে গণিতবিদদের ঘোরাঘুরি

Image