Explore our latest blog post where we share articles, news, insights, and more!
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০২৪-এ অংশগ্রহনের বিশেষ নির্দেশিকা!
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০২৪-এ অংশগ্রহনের করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে নিচের নির্দেশনাগুলো মেনে চলতে হবে।
▶️▶️আঞ্চলিক উৎসবের সময়সূচি:
অনুষ্ঠানে আগমন সকাল সাড়ে ৮টায়।
পরীক্ষা শুরু হবে সকাল ৯:৪৫টায়।
▶️▶️উৎসবে কি কি অবশ্যই নিয়ে আসতে হবে:
পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।
গণিত উৎসবের প্রবেশপত্রটি অবশ্যই প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।
শিক্ষার্থীকে নিজ স্কুলের (২০২৩ অথবা ২০২৪ সালের) আইডি কার্ড/ বেতন রসিদ/ ভর্তির রসিদ/ প্রত্যয়নপত্র অথবা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ডের যেকোন একটি প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
▶️▶️পরীক্ষার চলাকালীন কি কি ব্যবহার করা যাবে না:
পরীক্ষার সময় মুঠোফোন ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
▶️▶️ এডমিড কার্ড কোথায় পাবো:
নিবন্ধনের সময় ব্যবহৃত ইমেইল অথবা নিজ নিজ অনলাইন প্রোফাইলে লগইন করে ডাউনলোড করতে পারবে।
পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রটি প্রিন্ট কপি নিয়ে আসতে হবে।
▶️▶️ কারা অংশগ্রহণ করতে পারবে:
অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড থেকে বিজয়ীরাই আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।
▶️▶️ যোগাযোগ:
যেকোনো প্রয়োজনে ইমেইল করুন: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
ইমেইল পাঠানো সময় অবশ্যই– নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, মোবাইল নম্বর, ইমেইল, শ্রেণি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।
▶️▶️ বিশেষ ঘোষণা:
আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অবশ্যই নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট ভেন্যুতে যেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এক অঞ্চলের শিক্ষার্থী অন্য অঞ্চলের আঞ্চলিক উৎসবে অংশ নিতে পারবে না।