Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৬ পদক বাংলাদেশের

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) দলীয় সর্বোচ্চ নম্বর ও সব সদস্যের পদকপ্রাপ্তির মাধ্যমে শেষ হলো ৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের যাত্রা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ৬১তম আইএমওতে বাংলাদেশ ১টি রুপার পদক ও ৫টি ব্রোঞ্জপদক পেয়েছে। মোট ১১৮ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে ৩৮তম স্থান অধিকার করেছে বাংলাদেশ। আজ রোববার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে পুরস্কার বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

এবারের আইএমওতে অংশ নেওয়া বাংলাদেশ দল (বাঁ থেকে) আদনান সাদিক, রাইয়্যান জামিল, মো. মারুফ হাসান রুবাব, সৌমিত্র দাস, এম আহসান-আল-মাহীর ও আহমেদ ইত্তিহাদ; ছবি: খালেদ সরকার

বাংলাদেশে আইএমওর ‘প্রথম’ অভিজ্ঞতা

সবুজ, নীল, কালো, লাল, হলুদ—পাঁচটি রং একটি সাদা রঙের পটভূমির ওপর ব্যবহার করে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) লোগো তৈরি করা হয়েছে। পাঁচটি রঙের মাধ্যমে মূলত পাঁচটি মহাদেশ বোঝানো হয়। পাশাপাশি একটি বিশেষ দিক হলো, বিশ্বের প্রতিটি দেশের পতাকাতেই এই পাঁচ রঙের অন্তত একটি রং রয়েছে।

৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্যদের পরীক্ষা পর্যবেক্ষণ করছেন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক কেন এডলার। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে  ছবি: সাজিদ হোসেন

রাশিয়া থেকে পর্যবেক্ষণ, পরীক্ষা প্রথম আলোর প্রশিক্ষণকক্ষে

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) চূড়ান্ত প্রতিযোগিতা এবার হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। কিন্তু করোনার সংক্রমণ এই আয়োজনে বাধা হয়ে দাঁড়ায়। তাই বলে প্রতিযোগিতা থেমে থাকেনি। সিদ্ধান্ত হয়, অংশগ্রহণকারী দেশগুলো নিজ নিজ দেশেই পরীক্ষার আয়োজন করবে। আর রাশিয়া থেকে অনলাইনে পরীক্ষা গ্রহণ পর্যবেক্ষণ করা হবে। অনেক ভেবেচিন্তে আইএমও কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচন করে প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষকে।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব শুরু

৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) -এর পরীক্ষা পর্ব শুরু হয়েছে আজ সোমবার বাংলাদেশ সময় বেলা ২টা থেকে। টানা সাড়ে চার ঘণ্টার এই পরীক্ষায় তিনটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়েছে। প্রথম আলোর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে বাংলাদেশের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে আগামীকাল শেষ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে আরও ৩টি সমস্যা সমাধানের জন্য দেওয়া হবে।

শুরু হলো গণিতের বিশ্বলড়াই

প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় মেধার লড়াই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) রাশিয়ায় শুরু হয়েছে। ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার ৬১তম আসরের সূচনা হয় বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যা ৬টায়। অলিম্পিয়াডের পরীক্ষাপর্ব অনুষ্ঠিত হবে আজ সোমবার ও কাল মঙ্গলবার। ২৮ সেপ্টেম্বর সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।

Featured

৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২০ অনুষ্ঠেয় ৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছর প্রতিটি অংশগ্রহণকারী দেশে সেই দেশের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। তবে, পুরো আয়োজনটি আইএমও কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত কমিশনাররা পরিচালনা করবেন।

জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২০- এর ফলাফল ঘোষণা

অনলাইনে হওয়ায় উৎসবের মেজাজ ছিল না। কিন্তু কম্পিউটার স্ক্রিনের সামনে বসা হাজারো খুদে গণিতবিদের বুক দুরু দুরু করেছে। কারণ, অনলাইনে ঘোষিত হয়েছে এবারের ডাচ্‌–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের জাতীয় পর্যায়ের ফল। প্রায় ৬৯ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ধাপে ধাপে বেছে নেওয়া হয়েছে চার ক্যাটাগরির বিজয়ী ৫৯ জনকে। এর মধ্যে পাঁচজন হয়েছে সেরাদের সেরা।

৯ জুলাই বিকেল ৪টায় জাতীয় গণিত অলিম্পয়াডের ফলাফল ঘোষণা

৯ জুলাই বিকেল ৪টায় জাতীয় গণিত অলিম্পয়াড ২০২০–এর ফলাফল গণিত অ‌লি‌ম্পিয়া‌ডের অফিসিয়াল ফেসবুকে https://www.facebook.com/BdMOC সরাসরি ঘোষণা করা হবে। এছাড়া পরবর্তীতে online.matholympiad.org.bd এই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

​​৩ জুলাই ২০২০ শুক্রবার অনলাইন জাতীয় গণিত অলিম্পিয়াড

আগামী ৩ জুলাই ২০২০, শুক্রবার সকাল ১০:০০টা থেকে দুপুর  ১২:০০টা পর্যন্ত একযোগে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জাতীয় গণিত অলিম্পিয়াড অনলাইনে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র আঞ্চলিক অ‌লি‌ম্পিয়া‌ড থেকে নির্বাচিতরা অনলাইন জাতীয় গ‌ণিত অ‌লি‌ম্পিয়া‌ডে অংশগ্রহণ কর‌তে পার‌বে।

অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য http://online.matholympiad.org.bd এই ঠিকানায় লগইন করতে হবে। কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। মোজিলা ফায়াফক্স অথবা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।

বিজয়ীদের প্রোফাইল আপডেটের সময় বাড়লো ১৫ জুন ২০২০ পর্যন্ত

জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২০-এর জন্য নির্বাচিত সবাইকে অবশ্যই যার যার প্রোফাইলে লগইন করে ছবিসহ নিজের প্রোফাইল আপডেট করতে হবে।

অনলাইন গণিত অলিম্পিয়াড সাধারণ প্রশ্ন ও উত্তর

অনলাইন আঞ্চ‌লিক গ‌ণিত অ‌লি‌ম্পিয়া‌ড ও প্রকাশিত ফলাফল নি‌য়ে আমরা বেশ কিছু প্রশ্ন পাচ্ছি। নানা রকম বিষয়ে জিজ্ঞাসা করেছেন অনেকেই। গ‌ণিত অ‌লি‌ম্পিয়াড ক‌মি‌টির পক্ষ থেকে সাধারণ কিছু প্রশ্নের উত্তর এখানে যুক্ত করা হচ্ছে।

অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২০- এর ফলাফল প্রকাশ

২৯ মে ২০২০, শুক্রবার বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্ বাংলা ব্যাংকের পৃষ্ট‌পোষকতায় ও প্রথম আ‌লোর ব্যবস্থাপনায় অনলাইনে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। আজ ৭ জুন ২০২০ তারিখে এই অনলাইন অ‌লি‌ম্পিয়া‌ডের ফলাফল প্রকাশ করা হয় online.matholympiad.org.bd এই ওয়েবসাইটে। আঞ্চলিক পর্বের প্রত্যেক অংশগ্রহণকারী  গণিত অলিম্পিয়াড এর ওয়েবসাইটে তাদের ৬ ডিজিটের ইউজারনেম অথবা নাম সার্চ দিয়ে ফলাফল দেখতে পাবে।

Image