Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

অনলাইন বাছাই অলিম্পিয়াড সম্পন্ন

অনলাইন বাছাই অলিম্পিয়াড সম্পন্ন

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২০, ২৮ ফেব্রুয়ারী তারিখে সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সময়ে প্রাইমারী, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করেছে।

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল আগামী ৩ মার্চ ২০২০ মঙ্গলবার বিকাল ৫ টায় গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাছাই পর্বের নির্বাচিতদের নিয়ে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

বি.দ্র: পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব এবং চট্টগ্রাম ও ময়মনসিংহের জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা গণিত অলিম্পিয়াডের বাছাই পর্বে অংশ নিতে পারেনি,। পূর্বের ঘোষনা অনুযায়ী পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব এবং জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য নির্বাচিতরা সরাসরি গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে। সেক্ষেত্রে তাদের এই ফর্মটি পূরণ করতে হবে। যারা এখনো পূরণ করতে পারো নি তাদেরকে ফর্মটি আগামী ২৯ ফেব্রুয়ারী ২০২০ বিকাল ৫ টার মধ্যে পূরণ করতে হবে ।
ফর্মটির লিঙ্কঃ https://forms.gle/NWxThbL76N6PiqcD6

You May also Like

Image