আঞ্চলিক আয়োজনের পূর্বে আমরা তিনটি মক অনলাইন অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে। আঞ্চলিকের প্রস্তুতি হিসেবে এগুলো আয়োজন করা হচ্ছে। মক পরীক্ষগুলো হবে সকাল ১০:৩০-১১:৩০ পর্যন্ত। পরীক্ষার সময় ১ ঘন্টা।
মক অলিম্পিয়াডের তারিখগুলো হলো:
গণিত উৎসব ২০২০-এর অনলাইন আঞ্চলিক অলিম্পিয়াডের সম্ভাব্য তারিখ: ২৯ মে, ২০২০
(তারিখ চুড়ান্ত হলে আঞ্চলিক পর্বের সময়সহ বিস্তারিত তথ্য জানানো হবে।)
বাছাই পর্বে ব্যবহার করা অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করা যাবে এবং আগের অ্যকাউন্ট থেকে অলিম্পিয়াডে অংশগ্রহন করা যাবে। যদি কেউ তার ইউজারনেম ভুলে গিয়ে থাকেন তবে
বিস্তারিত তথ্যের জন্য নিচের লিংক থেকে দেখুন: http://online.matholympiad.org.bd।