গণিত এবং গণিত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনার জন্য আমরা একটা ডিসকর্ড (Discord) সার্ভার চালু করেছি। ডিসকর্ড একটি ফ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে মেসেজিং, ভয়েস কল, ফাইল শেয়ারিং করা যায়। পূর্বে কখনো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে, অথবা সামনের বছরগুলোতে অংশগ্রহণ করতে চায়, শিক্ষক, অভিভাবকসহ সকলেই এখানে যুক্ত হতে পারেন।
ডিসকর্ড একটি ফ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে মেসেজিং, ভয়েস কল, ফাইল শেয়ারিং করা যায়। গণিত অলিম্পিয়াডের ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়ার জন্য প্রথমে নিজের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। আগে থেকেই যদি অ্যাকাউন্ট তৈরী করা থাকে, তাহলে সেই অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে। অথবা নিচের ধাপগুলো অনুসরণ করে নতুন ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরী করতে পার।
ΔABC এ ∠A = 100°, AB = AC । AB এর উপর D একটি বিন্দু যেন CD , ∠ACB কে সমদ্বিখণ্ডিত করে। BC= 2012 হলে (AD+CD) = ?