Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

আজ শুরু হলো নবম বাংলাদেশ গণিত ক্যাম্প ২০১৩

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত
নবম বাংলাদেশ গণিত ক্যাম্প ২০১৩ আজ বেলা ১২ টা থেকে শুরু হয়েছে । সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাম্পার একেক করে উপস্থিত হতে থাকে ক্যাম্পে। ইতিমধ্যে প্রায় সকল ক্যাম্পারা এসে উপস্থিত হয়েছে।
এই ক্যাম্পে মোট ২৭ জন ক্যাম্পার অংশ নিচ্ছে। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির ৭জন, সেকেন্ডারি ক্যাটাগরির ৬ জন এবং জুনিয়র ক্যাটাগরির ১৪ জন শিক্ষার্থী ।
ক্যাম্পটি পরিচালনা করবেন বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব আলম মজুমদার। ক্যাম্পটি শেষ হওয়ার কথা রয়েছে আগামী ১৬ মার্চ শনিবার।

ক্যাম্পের স্থান:
পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট
(পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র)
বাড়ি # ৬৭৯, রোড #১২, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

জয় গণিত ক্যাম্প !

You May also Like

Image