Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

গণিত উৎসবের স্বেচ্ছাসেবক নিবন্ধন চলছে

শুরু হয়েছে গণিত উৎসব ২০১৫

প্রতিবারের মত এবারও গণিত উৎসব সফল করার জন্য নতুন স্বেচ্ছাসেবক নেয়া হবে। আগ্রহীদেরকে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। স্বেচ্ছাসেবক হতে হলে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এইচএসসি/ সমমানের হতে হবে। একাদশ/দ্বাদশ শ্রেনীতে পড়ছে এমন শিক্ষার্থীরা মুভার্স হতে পারবে না।

এ বছর উৎসবে কাজ করতে চাইলে পুরাতন মুভার্সদের নতুন করে এই ফর্মে আবেদন করতে হবে।

আগ্রহীদের অবশ্যই ১ ডিসেম্বর ২০১৪ রাত ১২ টার মধ্যে আবেদন করতে হবে।
সবাইকে ধন্যবাদ। জয় গণিত উৎসব ২০১৫ !

নিচের লিংকে আবেদন করতে হবে:
http://matholympiad.org.bd/movers-registration

You May also Like

Image