Categories

BdMO 2019 Events

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শিক্ষার্থীদের সর্বকালের সর্ববৃহৎ আয়োজন গণিত উৎসব মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহনে চন্দনাইশ গণিত অলিম্পিয়াড-২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে। পহেলা (১) মে বুধবার সকাল ৯টায় গণিতের ভয়, করব জয়-আলোকিত হব বিশ্বময় স্লোগানে চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বরকল এস. জেড. বিদ্যালয়ে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন আয়োজিত “চন্দনাইশ গণিত অলিম্পিয়াড ২০১৯ ইং”প্রতিযোগিতায় উপজেলার ৪০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্টানের ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ শ্রেনীর ৬০০ শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় সংঙ্গীত পরিবেশন ও কবুতর(পায়রা) উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রামের এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ।

BdMO 2019 Events

গণিত নিয়ে আমাদের সারা বছর জুড়েই আয়োজন থাকে। সাধারণ আমরা যে কোনো বছরের নভেম্বর মাস থেকে গনিত অলিম্পিয়াডের জন্য আয়োজন শুরু করি। উৎসবের কতগুলো হবে, কোথায় কোথায় হবে, কোন কোন জেলা নিয়ে আঞ্চলিক উৎসবগুলো আয়োজন করা হবে, স্বেচ্ছাসেবকের কতগুলো দল প্রয়োজন, কে কে কোন কাজের সাথে যুক্ত থাকবে এমন আরও নানা বিষয় নিয়ে আমাদের একটি কোর স্বেচ্ছাসেবক দল কাজ শুরু করে দেয়। স্কুলের বার্ষিক পরীক্ষার সাথে মিলিয়ে যেহেতু আমরা উৎসবের তারিখগুলো নির্ধারন করে থাকি, তাই সকলের জন্য ঘোষনা আসতে কখনো হয়তো ডিসেম্বর মাসও চলে আসে।

BdMO 2019 Events