গণিত উৎসব ২০২৬
অংশগ্রহণের জন্য সবাইকেই অনলাইনে নিবন্ধন করতে হবে।
গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন
করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।
নিবন্ধন করার জন্য প্রথমবার অংশগ্রহণকারী বাটনে ক্লিক করুন।
পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাকাউন্টে লগইন করে, নিজ নিজ তথ্য হালনাগাদ করে
২০২৬ সালের নিবন্ধন সম্পন্ন করতে হবে। সে জন্য নিবন্ধন পাতায় গিয়ে "
পূর্বে অংশগ্রহণকারী
" বাটনে ক্লিক করতে হবে।
আপনার ৬ অঙ্কের ইউজার নেম বা আইডি ভুলে গিয়ে থাকলে আপনার মেইলে ইনবক্সে support@matholympiad.org.bd
লিখে সার্চ করলে বিগত বছরগুলোতে আমাদের পাঠানো মেইলগুলো পেয়ে যাবেন। support@matholympiad.org.bd
ইমেইল ঠিকানাটি আপনার কন্টাক্ট হিসেবে সংরক্ষণ করে রাখলে পরবর্তী ইমেইলগুলো আপনার ইনবক্সে পেয়ে
যাবেন।
পূর্বের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে
https://matholympiad.org.bd/forgot-password
ঠিকানা থেকে পাসওয়ার্ড রিসেট করা যাবে। এই পাতায় ৬ অঙ্কের ইউজারনেম লিখে সাবমিট করা হলে নির্ধারিত
ইমেইলে পাসওয়ার্ড রিসেট করার ধাপগুলো জানিয়ে দেওয়া হবে।
২০২০-২০২৫ সালে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা লগইন করে, নিজ নিজ তথ্য হালনাগাদ করে ২০২৬ সালের নিবন্ধন সম্পন্ন করতে পারবে।
প্রথমবারের মত অলিম্পিয়াডে নিবন্ধন করার জন্য নিচের ফর্মটি পূরণ করুন।
অলিম্পিয়াডে অংশগ্রহণ নিয়ে বিস্তারিত জানা যাবে https://matholympiad.org.bd/faq পাতা থেকে। যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করা যাবে। ইমেইল ঠিকানা হলো: support@matholympiad.org.bd ।