ত্রিভুজ ম্যাথ ক্লাবের আয়োজনে বিডিএমও এর সহযোগিতায় ৭ই আগস্ট যশোর ক্যান্টনমেন্ট কলেজে হয়ে গেল গণিত অলিম্পিয়াড রিজিওন্যাল গণিত ক্যাম্প, যশোর। .ঈদের আগে শেষ ক্লাস করে যেখানে সবার বাড়ির পথে ছুট দেবার কথা সেখানে ক্লাস শেষ করেই সবাই এসে জড়ো হলো ক্যাম্পে। দুপুর খাওয়া হয়নি কারো।তবুও এসব বাধা বিপত্তি তাদের গণিতের আনন্দ উপভোগ এ কোনো প্রভাব ফেলে নাই।