২৮ ফেব্রুয়ারী হবে অনলাইন বাছাই অলিম্পিয়াড

গণিত অলিম্পিয়াড ২০২০ এর অনলাইন বাছাই অলিম্পিয়াড আগামী ২৮ ফেব্রুয়ারী তারিখে অনুষ্ঠিত হবে। আগের নির্ধারিত সময়ে যারা নিবন্ধন করছেন তারা নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে লগইন করে এই আয়োজনে অংশগ্রহন করতে পারবে।

প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটেগরীর শিক্ষার্থীদের জন্য তিনটি আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। তবে সকলের জন্যই পরীক্ষার সময় ১ ঘন্টা।

২৮ ফেব্রুয়ারী হবে অনলাইন বাছাই অলিম্পিয়াড

গণিত অলিম্পিয়াড ২০২০ এর অনলাইন বাছাই অলিম্পিয়াড আগামী ২৮ ফেব্রুয়ারী তারিখে অনুষ্ঠিত হবে। আগের নির্ধারিত সময়ে যারা নিবন্ধন করছেন তারা নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে লগইন করে এই আয়োজনে অংশগ্রহন করতে পারবে।

প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটেগরীর শিক্ষার্থীদের জন্য তিনটি আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। তবে সকলের জন্যই পরীক্ষার সময় ১ ঘন্টা।

একই দিনে ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠানের তারিখ নির্ধারিত রয়েছে। ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহনকারীদের মধ্যে যারা গণিত অলিম্পিয়াডে নিবন্ধন করেছে তারা সরাসরি আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে। তবে গণিত অলিম্পিয়াডের নিবন্ধনের সময়সীমা যেহেতু আগেই শেষ হয়েছে তাই নতুন  করে আর নিবন্ধনের সুযোগ থাকছে না।

অনলাইন অলিম্পিয়াডের সময়সূচি:

  • প্রাইমারি ক্যাটাগরি: সকাল ৯.৩০ থেকে ১০.৩০টা
  • জুনিয়র ক্যাটাগরি : বেলা ১১.০০টা- দুপুর ১২টা
  • সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি : বেলা ৩টা - বিকেল ৪টা

যার যার পরীক্ষার সময় মত ওয়েবসাইটে লগইন করার অনুরোধ করা হলো। পরীক্ষার সময়ের আগে বা পরে প্রশ্ন দেখার কোনো সুযোগ থাকবে না। অনলাইন অলিম্পিয়াডের ঠিকানা হলো: http://online.matholympiad.org.bd/


Written by:
Published at: Tue, Feb 25, 2020 12:30 AM
Category : BdMO 2020
Share with others