৯ ও ১০ মার্চ জাতীয় গণিত উৎসব ২০১৮
৯ মার্চ শুক্রবার সকাল ৮টায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হবে দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০১৮ ও ষোড়শ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। চলতি বছরের জুলাই মাসে রোমানিয়ায় অনুষ্ঠেয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারাদেশের ৩৫টি জেলা শহরে আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে প্রায় ২৫০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ৩৫টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ী ১৩০০ জন বিজয়ী অংশ নিচ্ছে জাতীয় গণিত উত্সবে ।
৯ মার্চ শুক্রবার সকাল ৮টায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হবে দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০১৮ ও ষোড়শ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। চলতি বছরের জুলাই মাসে রোমানিয়ায় অনুষ্ঠেয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারাদেশের ৩৫টি জেলা শহরে আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে প্রায় ২৫০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ৩৫টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ী ১৩০০ জন বিজয়ী অংশ নিচ্ছে জাতীয় গণিত উত্সবে ।
উত্সবে আসার সময় আঞ্চলিক পর্যায়ের বিজয়ী টি-শার্ট ও বিজয়ী সার্টিফিকেট অবশ্যই সঙ্গে নিয়ে আসবে। কারন ৯ ও ১০ মার্চ উত্সবের দুই দিনই এই টি-শার্ট পরে তোমাকে গণিত অলিম্পিয়াডসহ সব ধরনের অনুষ্ঠানে অংশ নিতে হবে।
উত্সবের প্রথম দিন ৯মার্চ প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি এই চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে উত্সবের মূল পর্ব ষোড়শ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এতে প্রাইমারি ক্যাটাগরি দুই ঘণ্টা, জুনিয়র ক্যাটাগরি তিন ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির চার ঘণ্টাব্যাপী অলিম্পিয়াডে অংশ নেবে। গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকছে সিসিমপুর, ওয়াটার রকেট উৎক্ষেপন, সাইকেল স্ট্যান্ট, বইমেলাসহ নানা আয়োজন।
১০ মার্চ সকালে সাড়ে আটটায় উত্সব শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রুবিকস কিউব প্রতিযোগিতা এবং বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ বছরের গণিত উত্সব। এবছর চার ক্যাটাগরিতে মোট ৮৫জনকে বিজয়ী করা হবে।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উত্সবের আয়োজন করছে।
পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি:

Share with others
Recent Posts
Recently published articles!
-
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
-
মুনির হাসান; বাথ, যুক্তরাজ্য থেকে