চিটাগং গ্রামার স্কুল শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং গণিত ও প্রোগ্রামিং ক্যাম্প
১২ সেপ্টেম্বর –১৫ সেপ্টেম্বর, ২০১৯ চিটাগং গ্রামার স্কুলে বিডিএমও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং গণিত ও প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন একাডেমিক কাউন্সিলর সকাল রায়, একাডেমিক কো অর্ডিনেটর শারাফুল আল শাকুর, নাফিস তিহাম এবং একাডেমিক সদস্য দীপন দেব নাথ, সৌরভ সাহা । শিক্ষকদের সেশনে আইএমও এবং জাতীয় গণিত ক্যাম্পের গল্প শোনায় বাংলাদেশ আইএমও টিম ২০১৯ এর সদস্য লাজিম, ইত্তিহাদ এবং জাতীয় গণিত ক্যাম্পের অংশগ্রহন কারী অতনু এবং তাশকি।
১২ সেপ্টেম্বর –১৫ সেপ্টেম্বর, ২০১৯ চিটাগং গ্রামার স্কুলে বিডিএমও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং গণিত ও প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন একাডেমিক কাউন্সিলর সকাল রায়, একাডেমিক কো অর্ডিনেটর শারাফুল আল শাকুর, নাফিস তিহাম এবং একাডেমিক সদস্য দীপন দেব নাথ, সৌরভ সাহা । শিক্ষকদের সেশনে আইএমও এবং জাতীয় গণিত ক্যাম্পের গল্প শোনায় বাংলাদেশ আইএমও টিম ২০১৯ এর সদস্য লাজিম, ইত্তিহাদ এবং জাতীয় গণিত ক্যাম্পের অংশগ্রহন কারী অতনু এবং তাশকি।
{os-gal-14}
Share with others
Recent Posts
Recently published articles!
-
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
-
মুনির হাসান; বাথ, যুক্তরাজ্য থেকে