টাঙ্গাইলে সামার ম্যাথ ম্যানিয়া
আগামী ২০২০ সালের গনিত অলিম্পিয়াডের প্রস্তুতি সামনে রেখে ৫দিন ব্যাপী গণিত ক্যাম্পের আয়োজন করে বোসন বিজ্ঞান সংঘ। ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ ক্যাম্পের জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগিরির ৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পের শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ক্যাম্পের সেশন পরিচালনা করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক দলের সদস্য মোহাম্মদ ফিরোজ শিকদার, সরকার মোঃ সাদমান, ওমর ফারুক, মোঃ মঈনুল হোসেন রাতুল ও বোসন বিজ্ঞান সংঘের সিনিয়র মেন্টর মনজুরুল হাসান বর্ণ ।
আগামী ২০২০ সালের গনিত অলিম্পিয়াডের প্রস্তুতি সামনে রেখে ৫দিন ব্যাপী গণিত ক্যাম্পের আয়োজন করে বোসন বিজ্ঞান সংঘ। ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ ক্যাম্পের জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগিরির ৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পের শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ক্যাম্পের সেশন পরিচালনা করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক দলের সদস্য মোহাম্মদ ফিরোজ শিকদার, সরকার মোঃ সাদমান, ওমর ফারুক, মোঃ মঈনুল হোসেন রাতুল ও বোসন বিজ্ঞান সংঘের সিনিয়র মেন্টর মনজুরুল হাসান বর্ণ ।
কলম না তুলে ছবি আকার গণিত, কাগজের টুকরোর ভিতর দিয়ে অনেকগুলো মানুষ নিয়ে যাওয়া, দাবা খেলার গণিত, বয়সের খেলা, এম্বিগ্রামের মত মজার মজার ইভেন্ট ছিল ক্যাম্পে। এছাড়া গণিত অলিম্পিয়াডের ৪টি মৌলিক টপিক সংখ্যাতত্ত্ব, জ্যামিতি, কম্বিনেটরিক্স ও আলজেবরা নিয়ে বিস্তর আলোচনা হয়।
{os-gal-3}
Share with others
Recent Posts
Recently published articles!
-
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
-
মুনির হাসান; বাথ, যুক্তরাজ্য থেকে