২৯ মে, ২০২০ শুক্রবার আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী ২৯শে মে ২০২০, শুক্রবার। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে।

২৯ মে, ২০২০ শুক্রবার আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী ২৯শে মে ২০২০, শুক্রবার। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে।

প্রাইমা‌রি ও জু‌নিয়র: ২৯শে মে, সকাল ১০:৩০-১১:৪৫
সে‌কেন্ডা‌রি ও হায়ার সে‌কেন্ডা‌রি: ২৯শে মে, বি‌কেল ৩:০০-৪:১৫

http://online.matholympiad.org.bd ঠিকানা থেকে লগইন করে অলিম্পিয়াডে অংশগ্রহন করতে হবে। কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে এই প্রতিযোগীতায় অংশগ্রহন করা যাবে। মোজিলা ফায়াফক্স অথবা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।

অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে ক্লিক করুন এই লিংকে: http://online.matholympiad.org.bd/passwordRecover। অলিম্পিয়াডের তারিখের আগের দিন রাত ১২:০০ পর্যন্ত পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে। অলিম্পিয়াড চলাকালীন সময়ে এই সুযোগ বন্ধ থাকবে।

 


Written by:
Published at: Sun, May 24, 2020 8:05 AM
Category : BdMO 2020
Share with others