সেরা গণিত ক্লাব ২০২০ এর মনোনয়ন
গণিত অলিম্পিয়াড স্বার্থক হয় যখন সারাদেশব্যাপী শিক্ষার্থীরা বছরজুড়ে গণিতের ভয় কাটিয়ে সমস্যা সমাধানের আনন্দে মেতে থাকে৷ এই স্বার্থকতার বড় দাবিদার সারাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা গণিত ক্লাবগুলো। তাই গণিত ক্লাবগুলোকে উৎসাহ প্রদানের লক্ষে এবং গণিত চর্চাকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিবছর সারাদেশের গণিত ক্লাবগুলোর মধ্য থেকে সেরা ক্লাব বাছাই করে পুরস্কৃত করা হয়।
গণিত অলিম্পিয়াড স্বার্থক হয় যখন সারাদেশব্যাপী শিক্ষার্থীরা বছরজুড়ে গণিতের ভয় কাটিয়ে সমস্যা সমাধানের আনন্দে মেতে থাকে৷ এই স্বার্থকতার বড় দাবিদার সারাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা গণিত ক্লাবগুলো। তাই গণিত ক্লাবগুলোকে উৎসাহ প্রদানের লক্ষে এবং গণিত চর্চাকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিবছর সারাদেশের গণিত ক্লাবগুলোর মধ্য থেকে সেরা ক্লাব বাছাই করে পুরস্কৃত করা হয়।
প্রতিবছরের ন্যায় এবারও "সেরা গণিত ক্লাব ২০২০" এর জন্য মনোনয়ন জমা নেয়া হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে। দেশের যেকোনো প্রান্তে ছড়িয়ে আছে এবং গণিত নিয়ে কাজ করে এমন ক্লাব এই ফর্মটি পূরণের মধ্যমে সেরা গণিত ক্লাবের জন্য আবেদন করতে পারবে। ফর্মটি পূরণের শেষ সময় ০৯ এপ্রিল, ২০২১ রাত ১১ঃ৫৯।
ফর্মের লিংকঃ https://matholympiad.org.bd/link?task=weblink.go&id=26
Share with others
Recent Posts
Recently published articles!
-
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
-
মুনির হাসান; বাথ, যুক্তরাজ্য থেকে