১২ মার্চ ২০২১ - অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড
গণিত উৎসব ২০২১-এর জন্য যারা নিবন্ধন করেছ, তাদের সবাইকে অভিনন্দন।
আগামী ১২ মার্চ, ২০২১ তারিখে অনলাইন বাছাই অলিম্পিয়াড আয়োজন করা হবে। বাছাই অলিম্পিয়াডের সময়গুলো নিচে দেওয়া হলো:
গণিত উৎসব ২০২১-এর জন্য যারা নিবন্ধন করেছ, তাদের সবাইকে অভিনন্দন।
আগামী ১২ মার্চ, ২০২১ তারিখে অনলাইন বাছাই অলিম্পিয়াড আয়োজন করা হবে। বাছাই অলিম্পিয়াডের সময়গুলো নিচে দেওয়া হলো:
বাছাই অলিম্পিয়াডের তারিখ: ১২ মার্চ, ২০২১, শুক্রবার।
প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি: সকাল ০৯:০০ থেকে ১০:০০ পর্যন্ত।
সেকেন্ডারি ক্যাটাগরি: সকাল ১০:১৫ থেকে বেলা ১১:১৫ পর্যন্ত।
হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: বেলা ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত।
অনলাইন অলিম্পিয়াডে অংগ্রহণের জন্য সবাইকে নিজ নিজ ৬ অঙ্কের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। আমাদের পরামর্শ হলো অলিম্পিয়াডের শুরুর আগেই অ্যাকাউন্টে লগইন করা যাচ্ছে কি না তা যাচাই করে নেওয়া।
যারা নিবন্ধন করেছ, তাদের প্রত্যেককে আমরা ৬ অঙ্কের ইউজারনেম ও পাসওয়ার্ড ইমেইল করেছি। কেউ ইমেইল না পেয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি।
গণিত অলিম্পিয়াড নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরসমূহ জানা যাবে http://online.matholympiad.org.bd/faq পাতা থেকে।
অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে http://online.matholympiad.org.bd/passwordRecover ঠিকানা থেকে পাসওয়ার্ড রিসেট করা যাবে। এই পাতায় ৬ অঙ্কের ইউজারনেম লিখে সাবমিট করা হলে নির্ধারিত ইমেইলে পাসওয়ার্ড রিসেট করার ধাপগুলো জানিয়ে দেওয়া হবে।
যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করা যাবে। ইমেইল ঠিকানা হলো: support@matholympiad.org.bd। ইমেইল পাঠানো হলে অবশ্যই সেখানে নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।
Share with others
Recent Posts
Recently published articles!
-
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
-
মুনির হাসান; বাথ, যুক্তরাজ্য থেকে