শীতের সকালে ফেনীতে গণিত উৎসব শুরু
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এ স্লোগানে আনন্দমুখর পরিবেশে ফেনীতে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ শনিবার সকাল ১০টার দিকে ফেনী সরকারি কলেজে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এ স্লোগানে আনন্দমুখর পরিবেশে ফেনীতে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ শনিবার সকাল ১০টার দিকে ফেনী সরকারি কলেজে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়।
উৎসবে অংশ নিতে আজ সকাল থেকে কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও পার্বত্য খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার শ শিক্ষার্থী। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে ভাগ হয়ে ফেনীতে আঞ্চলিক পর্বে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।
খাগড়াছড়ি থেকে মা-বাবার সঙ্গে ফেনীতে এসেছে খাগড়াছড়ি ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ঋদ্দিমান চাকমা। সে বলে, ‘গণিত উৎসবে অংশ নিতে ভোর পাঁচটায় আমরা খাগড়াছড়ি থেকে রওনা দিয়েছিলাম। সকাল সাড়ে আটটায় এখানে এসেছি। গণিত আমার পছন্দের বিষয়। গণিতকে ভালোবাসি বলে এত শীতের মধ্যে এসেছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, উন্নয়ন, আইসিটি) ফাহমিদা হক। এ ছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আবু তাহের।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘গণিতের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানসিক দক্ষতার জন্য সর্বক্ষেত্রে গণিতের প্রয়োজন আছে। আঞ্চলিক গণিত উৎসবে যারা অংশগ্রহণ করছে, তাদের মাধমে দেশে গণিতচর্চার বিকাশ ঘটবে। পাশাপাশি তাদের মেধারও বিকাশ ঘটবে।’
ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দেলওয়ার হোসেন বলেন, ‘আমাদের গণিতের ভীতি দূর করতে হবে। ফেনী জেলা বর্তমানে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে নেই। এই গণিত উৎসবের মাধ্যমে এখান থেকে খুদে গণিতজ্ঞ বেরিয়ে আসবে।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল সোয়া ১০টার দিকে ফেনী সরকারি কলেজে পাঁচটি কক্ষে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার পরে ছিল প্রশ্নোত্তর পর্ব। খাতা মূল্যায়ন শেষে পুরস্কার বিতরণ করা হবে। লিখিত পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের ঢাকায় জাতীয় গণিত উৎসবে যোগ দেওয়ার সনদ, চিঠি ও টি-শার্ট দেওয়া হবে। গণিত উৎসবকে সফল করতে কাজ করছে ফেনী বন্ধুসভার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত বন্ধুরা।
Share with others
Recent Posts
Recently published articles!
-
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
-
মুনির হাসান; বাথ, যুক্তরাজ্য থেকে