ময়মনসিংহ আঞ্চলিক উৎ​সবের খবর

ময়মনসিংহে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ বুধবার সকাল পৌনে ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে আনুষ্ঠিকভাবে গণিত উৎসবের উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ আঞ্চলিক উৎ​সবের খবর

ময়মনসিংহে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ বুধবার সকাল পৌনে ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে আনুষ্ঠিকভাবে গণিত উৎসবের উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এস মাহফুজুল বারী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্‌-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার উদ্দিন মাহমুদ, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন।

অধ্যাপক মাহফুজুল বারী বলেন, এই ধরনের আয়োজন বাংলাদেশের নতুন প্রজন্মকে গণিতমুখী করছে। গণিতের ভয়কে দূর করছে।

গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত বলে জানান ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক।

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে আজ বুধবার গণিত উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো

 

 

 

গণিত উৎসবে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনার এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। ছবি: প্রথম আলো

 

উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১০টা থেকে শুরু হয়েছে সোয়া ঘণ্টার পরীক্ষা। ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনার জেলার মোট এক হাজার শিক্ষার্থী গণিত উৎসবে অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে গণিত উৎসবে পৃষ্ঠপোষকতা করছে ডাচ্‌-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছেন প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা।


Written by:
Published at: Wed, Dec 27, 2017 4:46 AM
Category : BdMO 2018
Share with others