চন্দনাইশ গনিত অলিম্পিয়াড ২০২২

চন্দনাইশ গনিত অলিম্পিয়াড ২০২২

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর আয়োজনে, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ জাতীয় গনিত অলিম্পিয়াড কমিটি এর সহযোগিতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ গনিত অলিম্পিয়াড ২০২২ সম্পন্ন হলো পহেলা অক্টোবর এ। এতে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চুয়েটের গনিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। জি এম শাহাদাৎ হোসেন মানিক ও রুমেনা আফরোজ রুমির যৌথ সঞ্চালনায় এবং সংঘঠনের উপদেষ্টা শহীদুল ইসলাম ও দিদারুল রশিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারন সম্পাদক মাকসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জিমরাস মোহাম্মদ সায়েক, চট্টগ্রাম কলেজের গনিত বিভাগের শিক্ষক হাসানুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন, এডভোকেট একেএম ইউনুস, শিক্ষক ফরহাদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস, নজরুল ইসলাম, আ ন ম হাসান, সাইদুল ইসলাম মুন্না, জাহেদুল ইসলাম, মৌলানা ফেরদৌস আলম খাঁন সহ মোঃ সাইফুদ্দিন, মোঃ খোরশেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর উদ্যোক্তা মোহাম্মদ সাইফুদ্দিন।

দিনব্যাপী গনিত নিয়ে নানা আয়োজনের পাশাপাশি ছিল এভারেস্ট জয়ী এম এ মুহিত এর "শিখর জয়ের গল্প", আইটি বিষয়ক আলোচনায় অংশ নেন উদ্যোক্তা সায়েদুর রহমান, প্রশ্নোত্তর পর্ব, ফ্রি স্টাইল ফুটবল প্রদর্শন, জাদু প্রদর্শন, সাংস্কৃতিক আয়োজন ইত্যাদি। চন্দনাইশের ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান হতে তিনটি আলাদা ক্যাটাগরীতে সর্বোমোট ৫৩৮ জন শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশ নেন। ১ম স্থান অর্জনকারী সেকেন্ডারি ক্যাটাগরির গাছবাড়িয়া নিত্যনন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী হালিমাতুজ সাদিয়া, ২য় স্থান অর্জনকারী হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি থেকে গাছবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আরফাত উল্লাহ এবং ৩য় স্থান অর্জন কারী জুনিয়র ক্যাটাগরি থেকে বিজিসি একাডেমী (স্কুল এন্ড কলেজ) এর ৮ম শ্রেণীর শিক্ষার্থী বাহার উদ্দীন সহ সর্বমোট ২০ জন কে পুরস্কৃত করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন মাহমুদুল হক, আবু তাহের, হারুন, জিশু বড়ুয়া, এনায়েত, হেসামুল আলম বাপ্পু, খোরশেদুল আলম, রানা, আনিস, তাসিন, মাসুদ, মাকসুদ, সাজিদ, মিনহাজ, মাজিদ, তারেক, নূর হোসেন জামিউল, সাব্বির, তনিমা, এনি, তাসপিয়া, শাপলা, সুবর্ণা, বৃষ্টি, মোবাস্সেরা, নাসরিন প্রমুখ।

Related Articles