আঞ্চলিক গণিত উৎসব কাল শুরু

আঞ্চলিক গণিত উৎসব কাল শুরু

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে।

আয়োজকেরা জানান, অনলাইন বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে পারবে। অনলাইন বাছাইপর্বের ফলাফল ও ভেন্যুর নাম এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে https://online.matholympiad.org.bd ওয়েবসাইটে।

বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীদের ই-মেইল করে প্রবেশপত্র পাঠানো হয়েছে এবং তাঁদের অনলাইন প্রোফাইলে প্রবেশপত্র সংযুক্ত করা আছে। প্রবেশপত্রে উৎসবের তারিখ, সময় ও ভেন্যু দেওয়া আছে। প্রবেশপত্রটি প্রিন্ট করে পরীক্ষার হলে সঙ্গে নিয়ে আসতে হবে। 

এ ছাড়া শিক্ষার্থীকে নিজ নিজ প্রতিষ্ঠানের (২০২২/২৩ সালের) আইডি কার্ড বা বেতনের রসিদ অথবা রেজাল্ট কার্ডের যেকোনো একটি প্রমাণপত্র নিয়ে আসতে হবে। উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটায় পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

পরীক্ষার সময় মুঠোফোন ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।

চলতি বছর ২০টি ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হচ্ছে যথাক্রমে যশোর, খুলনা, রাজশাহী, ফরিদপুর, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, কক্সবাজার, রংপুর, চট্টগ্রাম, বগুড়া, ফেনী, ঢাকা-১, ঢাকা-২, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট।