শীতের সকালে ফরিদপুরে গণিত উৎসব শুরু
কুয়াশা ও তীব্র শীতের মধ্যে শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর ও ফরিদপুরের ৯টি উপজেলা থেকে ৩৫৯ জন শিক্ষার্থী উৎসবস্থল সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছে. ছবি: প্রথম আলো

শীতের সকালে ফরিদপুরে গণিত উৎসব শুরু

ফরিদপুরে ডাচ্‌–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। এর আগে কুয়াশা ও তীব্র শীতের মধ্যে শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর ও ফরিদপুরের ৯টি উপজেলা থেকে ৩৫৯ জন শিক্ষার্থী উৎসবস্থলে উপস্থিত হয়।

সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশন করে সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্‌–বাংলা ব্যাংক ফরিদপুরের ডেপুটি ম্যানেজার শেখ লিমন আলী এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রথম আলো বন্ধুসভার নির্বাহী কমিটির সাবেক সভাপতি মুমিত আল রশিদ।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে সারদা সুন্দরী উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘গণিত জীবনের একটি অপরিহার্য অংশ। গণিত ছাড়া আমাদের জীবন একেবারেই চলে না। পাশাপাশি আমাদের রয়েছে গণিতভীতি। এ কারণে দেখা যায়, গণিতে প্রতিবছর অনেক শিক্ষার্থী অকৃতকার্য হচ্ছে। গণিত আসলে ভয়ের কোনো বিষয় নয়। গণিত যুক্তিনির্ভর একটি বিষয়। এই যুক্তির জন্যই আমাদের গণিত শিখতে হবে, জীবনে চর্চা করতে হবে।’

গণিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করে সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা
গণিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করে সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা. ছবি: প্রথম আলো

উদ্বোধনের পর আজ সকাল ১০টা থেকে বিদ্যালয়ের ৯টি কক্ষে গণিতের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার পর অনুষ্ঠিত হবে প্রশ্ন–উত্তর পর্ব। পাশাপাশি চলবে খাতা মূল্যায়নের কাজ। খাতা মূল্যায়ন শেষ হলে শেষে পুরস্কার বিতরণ করা হবে।

Search