আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বাংলাদেশ গণিত দলের নাম ঘোষণা

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বাংলাদেশ গণিত দলের নাম ঘোষণা

চলতি বছর ২-১৩ জুলাই জাপানের চিবা শহরে অনুষ্ঠিত হবে ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। এ জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

আইএমওর জন্য নির্বাচিত বাংলাদেশ দলের সদস্যরা হলেন এস এম এ নাহিয়ান (ঢাকা কলেজ), শাহরিয়ার হোসেন (আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর), নুজহাত আহমেদ দিশা (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা), জিতেন্দ্র বড়ুয়া (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), দেবপ্রিয় সাহা রায় (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ) ও ইমাদ উদ্দীন আহমাদ হাসিন (কুষ্টিয়া সরকারি কলেজ।

এই ছয় প্রতিযোগীর দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ ড. মাহবুব মজুমদার, উপদলনেতা বাংলাদেশ আইএমও দলের সাবেক সদস্য ‌রৌপ‌্যপদক বিজয়ী নূর মোহাম্মদ শফিউল্লাহ। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া।

এস এম এ নাহিয়ান বলেন, ‘বাংলাদেশ দলের সদস্য হিসেবে দ্বিতীয়বারের মতো আইএমওতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। এটি আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয়। চেষ্টা থাকবে যেন নিজের সেরাটা দিয়ে দেশকে গর্বিত করতে পারি।’

শাহরিয়ার হোসেন বলেন, ‘ছোট থেকেই আমি গণিতের সমস্যা সমাধান করতে ভালোবাসি। আমার স্বপ্ন গণিত নিয়েই। গণিত অলিম্পিয়াড আমার স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে। এ বছর জাপানে অনুষ্ঠেয় ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি আমার স্বপ্নের দিকে অগ্রসর হতে পেরেছি। এ প্রতিযোগিতায় ভালো ফল অর্জন করে দেশের জন্য কিছু করে দেখাব, ইনশা আল্লাহ।’

নুজহাত আহমেদ দিশা বলেন, ‘দ্বিতীয়বারের মতো এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে ভালো লাগছে। ভালো ফল করার চেষ্টা করব।’

জিতেন্দ্র বড়ুয়া বলেন, ‘আইএমও দলের সর্বকনিষ্ঠ সদস্য ও একজন ২৩ সালের এসএসসি পরীক্ষার্থী হিসেবে এ বছর আইএমওতে যেতে পারা আমার জন্য একটি কষ্টসাধ্য অথচ অভাবনীয় সাফল্যের বিষয়। গণিত অলিম্পিয়াড কমিটি ও মেন্টর বড় ভাইদের সহযোগিতায় আমি যেই দক্ষতা অর্জন করতে পেরেছি, আমি চাই সেই দক্ষতা কাজে লাগিয়ে আমার দেশের জন্য যেন কিছু অর্জন করতে পারি।’

দেবপ্রিয় সাহা রায় বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারব, এটা ভেবে বেশ ভালো লাগছে। আর বিষয়টা গণিত হওয়ায় আরও বেশি আনন্দিত। ভালো ফল করতে চাই।’

ইমাদ উদ্দীন আহমাদ হাসিন বলেন, ‘এ বছর প্রথমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অংশ নেওয়ার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। ভালোভাবে প্রস্তুতি নিয়ে দেশের হয়ে কিছু অর্জন করতে চাই।’

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার বলেন, এবারের দলটি মূলত নতুন। গতবারের টিমের শুধু দুজন আছেন। এই ছয় শিক্ষার্থী অনেকগুলো পরীক্ষার মাধ্যমে নিজেদের দক্ষতা ও মেধা প্রমাণ করে দলে স্থান করে নিয়েছেন। আশা করি তাঁরা সবাই দেশের জন্য ভালো ফল নিয়ে আসবেন।

এর আগে আইএমওর জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত গণিত উৎসবের জন্য অনলাইনে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনলাইনে বাছাই অলিম্পিয়াড এবং বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ২০টি শহরে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ী ১ হাজার ২৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় গণিত উৎসব এবং জাতীয় উৎসবের বিজয়ী হন ৮৫ জন।

পরবর্তী সময়ে জাতীয় উৎসবের সেরা ৪০ জন নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিকেল অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ছয় সদস্যের বাংলাদেশ দল সুপারিশ করেন। কোচের সুপারিশ অনুযায়ী ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ছয় সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজন করেছে।