আইএমও ২০১৩-এর বাংলাদেশ দলের নাম ঘোষণা


আগামী ১৭-২৮ জুলাই কলম্বিয়ায় অনুষ্ঠেয় ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে(আইএমও) অংশগ্রহণের জন্য ৪ জনের বাংলাদেশ দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।  
এর আগে আজ সন্ধ্যায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দল ঘোষনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি অধ্যাপক অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার সুবিন, সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল উপস্থিত ছিলেন।
এবারের দলে নির্বাচিত ৪ সদস্য হলো সদস্যরা হলেন সৌরভ দাস (ঢাকা কলেজ), জাহিদুল হাসান (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ) নূর মোহাম্মদ শফিউল্লাহ (ঢাকা কলেজ) এবং আবিদ হাসান (ময়মনসিংহ জেলা স্কুল)।

অভিনন্দন তোমাদের চার জনকে !

জয় গণিত অলিম্পিয়াড !