ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল ঘোষণা

ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল ঘোষণা

৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমওর ৬৫তম আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বাথ শহরে। চলতি বছরের ১০-২২ জুলাই বসবে এই আসর।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত ছয় সদস্য হলো ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া, ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান, ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. নাফিজ নূর তাস্বীন, বরিশাল ক্যাডেট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুসাহিদ আহমদ এবং ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এস এম এ নাহিয়ান।

এ ছাড়া এই দলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ ড. মাহবুব মজুমদার, উপদলনেতা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণিত দলের মেন্টর মির্জা মো. তানজিম শরীফ মুগ্ধ এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘গণিত উৎসবের মাধ্যমে আমরা ছাত্রদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করার চেষ্টা করছি। আশা করি এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বর্তমান দলটি ঈর্ষণীয় সাফল্য অর্জন করে বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করবে।’

আয়োজকেরা জানান, এর আগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত গণিত উৎসবে সারা দেশ থেকে ১৭ হাজার ৪৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’। বাছাই অলিম্পিয়াড থেকে নির্বাচিতদের নিয়ে ১৮টি শহরে অনুষ্ঠিত হয় ‘আঞ্চলিক গণিত উৎসব’। আঞ্চলিক পর্বের বিজয়ী ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয় ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসবে।

জাতীয় গণিত উৎসব থেকে বিজয়ী হয় ৮৫ জন। সেখান থেকে সেরা ৪০ জন নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ছয় সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজন করেছে।

Related Articles