ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২১-এর নিবন্ধন শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) দলীয় সর্বোচ্চ নম্বর ও সব সদস্যের পদকপ্রাপ্তির মাধ্যমে শেষ হলো ৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের যাত্রা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ৬১তম আইএমওতে বাংলাদেশ ১টি রুপার পদক ও ৫টি ব্রোঞ্জপদক পেয়েছে। মোট ১১৮ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে ৩৮তম স্থান অধিকার করেছে বাংলাদেশ। আজ রোববার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে পুরস্কার বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
সবুজ, নীল, কালো, লাল, হলুদ—পাঁচটি রং একটি সাদা রঙের পটভূমির ওপর ব্যবহার করে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) লোগো তৈরি করা হয়েছে। পাঁচটি রঙের মাধ্যমে মূলত পাঁচটি মহাদেশ বোঝানো হয়। পাশাপাশি একটি বিশেষ দিক হলো, বিশ্বের প্রতিটি দেশের পতাকাতেই এই পাঁচ রঙের অন্তত একটি রং রয়েছে।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) চূড়ান্ত প্রতিযোগিতা এবার হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। কিন্তু করোনার সংক্রমণ এই আয়োজনে বাধা হয়ে দাঁড়ায়। তাই বলে প্রতিযোগিতা থেমে থাকেনি। সিদ্ধান্ত হয়, অংশগ্রহণকারী দেশগুলো নিজ নিজ দেশেই পরীক্ষার আয়োজন করবে। আর রাশিয়া থেকে অনলাইনে পরীক্ষা গ্রহণ পর্যবেক্ষণ করা হবে। অনেক ভেবেচিন্তে আইএমও কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচন করে প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষকে।
৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) -এর পরীক্ষা পর্ব শুরু হয়েছে আজ সোমবার বাংলাদেশ সময় বেলা ২টা থেকে। টানা সাড়ে চার ঘণ্টার এই পরীক্ষায় তিনটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়েছে। প্রথম আলোর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে বাংলাদেশের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে আগামীকাল শেষ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে আরও ৩টি সমস্যা সমাধানের জন্য দেওয়া হবে।
প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় মেধার লড়াই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) রাশিয়ায় শুরু হয়েছে। ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার ৬১তম আসরের সূচনা হয় বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যা ৬টায়। অলিম্পিয়াডের পরীক্ষাপর্ব অনুষ্ঠিত হবে আজ সোমবার ও কাল মঙ্গলবার। ২৮ সেপ্টেম্বর সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।
আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২০ অনুষ্ঠেয় ৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছর প্রতিটি অংশগ্রহণকারী দেশে সেই দেশের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। তবে, পুরো আয়োজনটি আইএমও কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত কমিশনাররা পরিচালনা করবেন।
অনলাইনে হওয়ায় উৎসবের মেজাজ ছিল না। কিন্তু কম্পিউটার স্ক্রিনের সামনে বসা হাজারো খুদে গণিতবিদের বুক দুরু দুরু করেছে। কারণ, অনলাইনে ঘোষিত হয়েছে এবারের ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের জাতীয় পর্যায়ের ফল। প্রায় ৬৯ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ধাপে ধাপে বেছে নেওয়া হয়েছে চার ক্যাটাগরির বিজয়ী ৫৯ জনকে। এর মধ্যে পাঁচজন হয়েছে সেরাদের সেরা।
৯ জুলাই বিকেল ৪টায় জাতীয় গণিত অলিম্পয়াড ২০২০–এর ফলাফল গণিত অলিম্পিয়াডের অফিসিয়াল ফেসবুকে https://www.facebook.com/BdMOC সরাসরি ঘোষণা করা হবে। এছাড়া পরবর্তীতে online.matholympiad.org.bd এই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।