BdMO 2019 Events

চন্দনাইশ গণিত অলিম্পিয়াড বিজয়ীদের স্পেশাল গণিত ক্যাম্প

গণিতের ভয়,হয়েছে জয়।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের উদ্যোগে ১০ জুলাই- ১১ জুলাই, ২০১৯ তারিখে বেগম গুল চেমন আরা একাডেমিতে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন স্পেশাল গণিত ক্যাম্পের আয়োজন করে । ক্যাম্পে
অংশগ্রহণকারী ক্ষুদে গণিতবিদদের মুখে ছিল রাজ্য জয়ের ছাপ।। গণিতের সকল মজার মজার সমস্যা ও Puzzle সমাধান করে গণিতবিদেরা মহা খুশি। প্রতিটা সমস্যা দেওয়ার সাথে সাথে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কার আগে কে সমাধান করবে। সবার শেষে হাসিমুখে বাড়ি ফেরা।

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রাম

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের উদ্যোগে ৭ জুলাই – ৮ জুলাই, ২০১৯ তারিখে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রামে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর সকাল রায় এবং একাডেমিক কো-অর্ডিনেটর আশরাফুল আল শাকুর।

গাংনীতে সামার ম্যাথ ম্যানিয়া

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় গাংনী গণিত পরিবার এর উদ্যোগে গত ৩১ মে থেকে ২ জুন মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে সামার ম্যাথ ম্যানিয়া-২০১৯। গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া এই ম্যাথ ম্যানিয়ায় মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণীর ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিন ক্যাটাগরিতে ভাগ হয়ে শিক্ষার্থীরা এই কর্মশালায় প্রতিদিন ১:৩০ ঘন্টার দুইটি করে সেশন করে। কর্মশালায় নাম্বার থিওরি, জ্যামিতি, বক্স প্রিন্সিপাল, পিজিওন হোল প্রিন্সিপাল, কম্বিনেটরিক্স বিষয়ে সেশন নেওয়া হয়। প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ছিল ‘আনন্দে গণিত শেখার কৌশল’ এর বিশেষ সেশন। সেখানে শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে গিয়ে খেলার ছলে গণিতের বিষয়গুলো সহজে শিক্ষালাভ করে শিক্ষার্থীরা।

টাঙ্গাইলে সামার ম্যাথ ম্যানিয়া

আগামী ২০২০ সালের গনিত অলিম্পিয়াডের প্রস্তুতি সামনে রেখে ৫দিন ব্যাপী গণিত ক্যাম্পের আয়োজন করে বোসন বিজ্ঞান সংঘ। ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ ক্যাম্পের জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগিরির ৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পের শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ক্যাম্পের সেশন পরিচালনা করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক দলের সদস্য মোহাম্মদ ফিরোজ শিকদার, সরকার মোঃ সাদমান, ওমর ফারুক, মোঃ মঈনুল হোসেন রাতুল ও বোসন বিজ্ঞান সংঘের সিনিয়র মেন্টর মনজুরুল হাসান বর্ণ ।

ঢাকায় শুরু হলো সামার ম্যাথ ম্যানিয়া

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে গত 22 মে থেকে 30 মে ঢাকার ম্যাসল্যাবে (MASLab) অনুষ্ঠিত হয়েছে “সামার ম্যাথ ম্যানিয়া-২০১৯”। প্রাইমারি (৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি) এবং জুনিয়র(৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি)- এই দুই ক্যাটাগরির জন্য এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় । প্রতি ক্যাটাগরির শিক্ষার্থীরা প্রতি দিনে ৩ ঘন্টার একটি করে মোট ৭ টি সেশনে অংশগ্রহন করে। এই কর্মশালায় শিক্ষার্থীরা কাগজ কেটে জ্যামিতি শিখেছে, শিখেছে স্থানীয় মানের অনেক মজার বৈশিষ্ট্য।

চন্দনাইশ গণিত অলিম্পিয়াড ২০১৯

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শিক্ষার্থীদের সর্বকালের সর্ববৃহৎ আয়োজন গণিত উৎসব মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহনে চন্দনাইশ গণিত অলিম্পিয়াড-২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে। পহেলা (১) মে বুধবার সকাল ৯টায় গণিতের ভয়, করব জয়-আলোকিত হব বিশ্বময় স্লোগানে চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বরকল এস. জেড. বিদ্যালয়ে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন আয়োজিত “চন্দনাইশ গণিত অলিম্পিয়াড ২০১৯ ইং”প্রতিযোগিতায় উপজেলার ৪০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্টানের ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ শ্রেনীর ৬০০ শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় সংঙ্গীত পরিবেশন ও কবুতর(পায়রা) উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রামের এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ।

গণিত অলিম্পিয়াড ও আরও যত আয়োজন

গণিত নিয়ে আমাদের সারা বছর জুড়েই আয়োজন থাকে। সাধারণ আমরা যে কোনো বছরের নভেম্বর মাস থেকে গনিত অলিম্পিয়াডের জন্য আয়োজন শুরু করি। উৎসবের কতগুলো হবে, কোথায় কোথায় হবে, কোন কোন জেলা নিয়ে আঞ্চলিক উৎসবগুলো আয়োজন করা হবে, স্বেচ্ছাসেবকের কতগুলো দল প্রয়োজন, কে কে কোন কাজের সাথে যুক্ত থাকবে এমন আরও নানা বিষয় নিয়ে আমাদের একটি কোর স্বেচ্ছাসেবক দল কাজ শুরু করে দেয়। স্কুলের বার্ষিক পরীক্ষার সাথে মিলিয়ে যেহেতু আমরা উৎসবের তারিখগুলো নির্ধারন করে থাকি, তাই সকলের জন্য ঘোষনা আসতে কখনো হয়তো ডিসেম্বর মাসও চলে আসে।