Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

মুনির হাসানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি

Ajharul Hoque father of Munir Hasanবাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদন মুনির হাসানের বাবা, পূবালী ব্যাংশের সাবেক মহাব্যবস্থাপক এ এফ এমএজহারুল হক (৭৯) গতকাল শনিবার সহাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের চান্দগাঁও আবাসাক এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। আজ বাদ আসর জানাজা শেষে রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মুনির হাসানের বাবার মৃত্যুতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গভীরভাবে শোক প্রকাশ করেছে। আল্লাহ তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দিক।

অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণসভা

সদ্যপ্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণিতবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও প্রথম আলো যৌথভাবে এক স্মরণসভার আয়োজন করেছে। এত উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট বিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানীসহ তার বিভিন্ন সময়ের সহকর্মীরা।
এ স্মরণসভা ২৪ মার্চ রোববারবিকেল ৪.৩০ টায় রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ইআরসি কনফারেন্স রুমে (তৃতীয় তলায়) অনুষ্ঠিত হবে।

এ স্মরণসভায় আপনাকে আমন্ত্রণ ।

অনুষ্ঠান: অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণসভা
তারিখ : ২৪ মার্চ ২০১৩, রোববার
সময় : বিকেল ৪.৩০ মিনিট
স্থান: ইআরসি কনফারেন্স রুম (তৃতীয় তলা)
নতুন ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)
রমনা, ঢাকা।

ফেসবুক ইভেন্ট পেজ : https://www.facebook.com/events/357304487719998/

অধ্যাপক জামাল নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি

2013-03-16-08-15-21-51442a1904d4e-djamalnaবিশিষ্ট গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জোতির্বিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক জামাল নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

শনিবার এক শোক বার্তায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, “তাঁর মৃত্যুতে দেশে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় তাঁর অবদানের কথা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে।”

তারা জামাল নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেষ হলো নবম বাংলাদেশ গণিত ক্যাম্প

আজ ১৬ মার্চ শেষ হয় নবম বাংলাদেশ গণিত ক্যাম্প। একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড থেকে নির্বাচিত সেরা ২৭ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় এই ক্যাম্পের। ডাচ-বাংলা ব্যংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজন করে এই গণিত ক্যাম্পের। ঢাকার আদাবরের পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট অব ম্যানেজমেন্টে ৯ মার্চ শুরু হয় এই আবাসিক ক্যাম্প। গতকাল শুক্রবার ১৫ মার্চ রাতে অনুষ্ঠিত ক্যাম্পের সনদ বিতরণী ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য ও বাংলাদেশ প্রকেৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা যে মেধাবী এটা এখন আন্তর্জাতিক ভাবে প্রমানিত। আমাদের শিক্ষার্থীরা ম্যাথ অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াডসহ আরও নানা মেধাভিত্তিক প্রতিযোগিতায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমি আশা করি এই ক্যাম্প থেকে এবার যারা আইএমওর জন্য নির্বাচিত হবে, তারা বিগত বছরের সাফল্যকে ধরে রেখে বিশ্বের সামনে দেশকে আরো ভালোভাবে উপস্থাপন করবে।' অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান বলেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত। ডাচ-বাংলা ব্যাংক শুধু ব্যাংকই নয় আরো বেশি কিছু করতেই এ ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাবেদ মোর্শেদ , বুয়েটের শিক্ষক অভীক রায়, একাডেমিক কাউন্সিলর সৌমিত্র চক্রবর্তী, গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়াসহ অনেকে।

Math camp

ক্যাম্পে শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, আলোচনা করা হয় বিগত বছরগুলোতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রশ্নপত্র নিয়েও। এশিয়ান প্যাসেফিক ম্যাথ অলিম্পিয়াডের পরীক্ষাসহ মোট ৬টি ভিন্ন ধরনের পরীক্ষা এবং গাণিতিক মেধা ও যোগ্যতা যাচাইয়ের আয়োজনে অংশ নেয় শিক্ষার্থীরা। এই ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে ২০১৩ সালে কলম্বিয়ায় অনুষ্ঠেয় ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হবে। গত বছর আইএমওতে রৌপ্যবিজয়ী ধনঞ্জয় বিশ্বাস, ব্রোঞ্জ বিজয়ী সৌরভ দাস, নূর মোহাম্মদ শফিউল্লাহ, অনারেবল মেনশন অর্জনকারী মির্জা তানজিম শরীফ ছিল ক্যাম্পে প্রশিক্ষক হিসাবে। ক্যাম্পে আসা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের আহমেদ জাওয়াদ চেৌধুরি জানায়, প্রতিদিন রুটিন অনুসারে ক্লাস, প্রচুর অঙ্ক করা প্রথমে একটু সমস্যা হয়েছে, পরে সবার সহযোগিতায় ঠিক করে নিয়েছি'। ৭ দিনে বিভিন্ন সেশনের পুরো পরিকল্পনা করেছেন বাংলাদেশ গণিত দলের কোচ কোচ ড. মাহবুব আলম মজুমদার।

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ২৫তম এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড (এপিএমও)

 

আজ ১২ মার্চ  অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড—এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) ২৫তম আয়োজন। ২৫তম এপিএমওতে অংশ নেওয়া বাংলাদেশের শিক্ষার্থীদের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে। এপিএমওর নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে নিজ নিজ দেশে। এপিএমওর সদস্য ২৬টি দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে পৃথিবীর এই সর্ববৃহৎ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড। তবে ভৌগোলিক অবস্থান ও সময়ের ব্যবধানের জন্য দেশভেদে কয়েক ঘণ্টার সময় পার্থক্য হয়ে থাকে। সে হিসাবে আমেরিকা অঞ্চলের দেশগুলোর অলিম্পিয়াড হয় ১১ মার্চ বিকেলে এবং বাংলাদেশসহ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর অলিম্পিয়াড হয় ১২ মার্চ সকালে। বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় অভিন্ন প্রশ্নে। এবার অলিম্পিয়াডটি সমন্বয় করে জাপান। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশে এপিএমওর আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ঢাকায় অনুষ্ঠিত এপিএমওতে সারা দেশ থেকে আসা প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬২ জন শিক্ষার্থী অংশ নেন। উল্লেখ্য, এপিএমওর জন্য শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করলেও হরতালের কারনে অনেক শিক্ষার্থী উপস্থিত হতে পারে নাই।
বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় একই প্রশ্নে। মূল প্রশ্ন অলিম্পিয়াডে গণিতের পাঁচটি সমস্যা সমাধানের জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়। প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ মান ছিল ৭। পরে সব শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করে মেধাক্রম নির্ধারণ করা হবে। একই সঙ্গে প্রথম ১০ জনের ফলাফল এবং নমুনা হিসেবে প্রথম, তৃতীয় ও সপ্তম স্থান অধিকারীর উত্তরপত্র জাপানে পাঠানো হবে।

আজ শুরু হলো নবম বাংলাদেশ গণিত ক্যাম্প ২০১৩

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত
নবম বাংলাদেশ গণিত ক্যাম্প ২০১৩ আজ বেলা ১২ টা থেকে শুরু হয়েছে । সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাম্পার একেক করে উপস্থিত হতে থাকে ক্যাম্পে। ইতিমধ্যে প্রায় সকল ক্যাম্পারা এসে উপস্থিত হয়েছে।
এই ক্যাম্পে মোট ২৭ জন ক্যাম্পার অংশ নিচ্ছে। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির ৭জন, সেকেন্ডারি ক্যাটাগরির ৬ জন এবং জুনিয়র ক্যাটাগরির ১৪ জন শিক্ষার্থী ।
ক্যাম্পটি পরিচালনা করবেন বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব আলম মজুমদার। ক্যাম্পটি শেষ হওয়ার কথা রয়েছে আগামী ১৬ মার্চ শনিবার।

ক্যাম্পের স্থান:
পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট
(পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র)
বাড়ি # ৬৭৯, রোড #১২, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

জয় গণিত ক্যাম্প !

নবম বাংলাদেশ গণিত ক্যাম্পে অংশগ্রহনকারীদের তালিকা

ক্যাটাগরি: হায়ার সেকেন্ডারি
১.        সৌরভ দাস, ঢাকা কলেজ
২.        নূর মোহাম্মদ মাহি, ঢাকা কলেজ, ঢাকা
৩.        এহসানুল কবির, নটরডেম কলেজ
৪.        মো. জাহিদুল হাসান, আনন্দ মোহন কলেজ
৫.        মো. নাদিমুল আবরার, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ
৬.        তাহমিদ হাসান, সরকারি এম এম সিটি কলেজ
৭.        ফাহিম ফেরদৌস, আনন্দ মোহন কলেজ

ক্যাটাগরি- সেকেন্ডারি
৮.        রাবীব ইবরাত, ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ
৯.        সাইফুল্লাহ তালুকদার,  বিয়াম মডেল স্কুল ও কলেজ
১০.      সাজিদ আখতার তুর্য,  বিএল সরকারি উচ্চ বিদ্যালয়
১১.      মো সানজিদ আনোয়ার,  ময়মনসিংহ জিলা স্কুল
১২.      আদীব হাসান,  ময়মনসিংহ জিলা স্কুল
১৩.       প্রীতম কুন্ডু,  সেন্ট গ্রেগরী ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়

ক্যাটাগরি- জুনিয়র
১৪.        মো. শহীদুল ইসলাম, কলেজিয়েট স্কুল, চট্রগ্রাম
১৫.        আহমেদ জাওয়াদ চৌধুরী,  ক্যান্ট. ইংলিশ স্কুল এন্ড কলেজ
১৬.        ফাতিন আনাম রাফীদ,  সেন্ট যোসেপ হায়ার সেকেন্ডারী স্কুল
১৭.        শেখ সাকিব আহমেদ, সানিডেইল
১৮.        সিয়াম আব্দ আল-ইলাহ,  রাজউক উত্তরা মডের কলেজ
১৯.        মেহেদী হাসান নওশাদ,  কলেজিয়েট স্কুল, চট্রগ্রাম
২০.        রাসমান মুরতাসিম স্বর্গ,  দিনাজপুর জিলা স্কুল
২১.        তাহমিদ আনজুম খান,  রংপুর জিলা স্কুল
২২.        তানযীম আজওয়াদ জামান, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল
২৩.        তাসনিম ফারহান ফাতিন, জিলা স্কুল কুষ্টিয়া
২৪.        ফাহিম তাজওয়ার, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী
২৫.        মো. সাব্বির রহমান, গভ. ল্যাবরেটরি হাই স্কুল
২৬.        আসিফ-ই-এলাহী,  সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়
২৭.        এস এম নাঈমুল ইসলাম, বরিশাল জিলা স্কুল

শেষ হলো ২৫ তম এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডের (এপিএমও) নিবন্ধন

আজ বিকেলে শেষ হলো ২৫ তম এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডের (এপিএমও) নিবন্ধন কার্যক্রম । ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় ১১০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন শেষ করেছে।
উল্লেখ্য, গতকাল ৭ মার্চ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পূর্বের ঘোষনা অনুযায়ি আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়।

এপিএমওর তারিখ : ১২ মার্চ মঙ্গলবার ২০১৩।
সময় : সকাল ৯টা থেকে দুপুর ১.৩০ মিনিট।
এপিএমওর স্থান : টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা (ঢাকা কলেজের পাশে)।

জয় এপিএমও

নবম বাংলাদেশ গণিত ক্যাম্পের তারিখ চুড়ান্ত

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত নবম বাংলাদেশ গণিত ক্যাম্পের তারিখ চুড়ান্ত হয়েছে। ক্যাম্পটি আগামী ৯ মার্চ শনিবার বেলা ১২.০০ টায় শুরু হবে এবং শেষ হবে ১৬ মার্চ শনিবার দুপুরের খাবারের পর।

এই ক্যাম্পের জন্য নির্বাচিত সবার সাথে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হবে।


২৫ তম এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড (এপিএমও)

আগামী ১২ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় ২৫ তম এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড (এপিএমও) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় (ঢাকা কলেজের পাশে ) অনুষ্ঠিত হবে। এপিএমও-তে নবম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থীরা অংশনিতে পারবে। এপিএমও-তে অংশগ্রহনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের  রেজিস্ট্রেশন করতে হবে। 

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:  প্রথম আলো অফিস, ১৯ কাওরানবাজার, ঢাকা। রেজিস্ট্রেশন শুরু ৭ মার্চ থেকে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ১০০ জনকে রেজিস্ট্রেশন করা হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


এপিএমওর তারিখ   : ১২ মার্চ মঙ্গলবার ২০১৩।

এপিএমওর স্থান       : টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা (ঢাকা কলেজের পাশে)।

নবম বাংলাদেশ গণিত ক্যাম্প স্থগিত

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত নবম বাংলাদেশ গণিত ক্যাম্প অনিবার্য কারনবশত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ চুড়ান্ত হলে বিস্তারিত তথ্যসহ ওয়েবসাইট ও ফেসবুক প্রকাশ এবং সকল ক্যাম্পাদের সঙ্গে যোগাযোগ করে জানানো হবে । সৃষ্ট সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিবাকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

উল্লেখ্য, ক্যাম্পটি ৫ মার্চ মঙ্গলবার দুপুর ১২.০০ টা ক্যাম্প শুরুর কথা ছিল ।

 


জাতীয় গণিত উৎসবের তারিখ অপরিবর্তিত

আগামীকাল ৫ ফেব্রুয়ারি হরতালের কারনে এসএসসি পরীক্ষা শুক্রবারে অনুষ্ঠিত হবে। এ কারনে জাতীয় গণিত উৎসব-২০১৩ এর তারিখ, সময় ও স্থান কোন পরিবর্তন হচ্ছে না । পূর্বনির্ধারিত তারিখ, স্থান ও সময়ে অনুযায়ি জাতীয় গণিত উৎসব অনুষ্ঠিত হবে।

জাতীয় উৎসবের স্থান: সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর ঢাকা ( আসাদগেট থেকে মোহাম্মদপুরের দিকে সামান্য এগোলেই হাতের বাঁ পাশে পড়বে স্কুলটি)।
তারিখ: ৮ ও ৯ ফেব্রুয়ারি ২০১৩, শুক্র ও শনিবার

Image