অংশগ্রহণকারী :
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে কেবল প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অন্তর্ভুক্ত। কিন্তু দেশে গণিতকে জনপ্রিয় করার জন্য প্রাক-বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে গণিত অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। এই পর্যায়ের ছাত্র-ছাত্রীদের কয়েকটি ক্যাটাগরীতে ভাগ করা হয়। ক্যাটাগরিগুলো হল
|
ক্যাটাগরি |
বাংলা মাধ্যম/শিক্ষাবোর্ডের অধীন |
ইংরেজী মাধ্যম/ব্রিটিশ সিস্টেম |
ক. |
প্রাইমারী |
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী |
Std III - Std V |
খ. |
জুনিয়র |
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী |
Std VI - Std VIII |
গ. |
সেকেন্ডারী |
নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী |
O Level and O Level's Examinee |
ঘ. |
হায়ার সেকেন্ডারী |
একাদশ , দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী |
A Level and A Level's Examinee |
রেজিস্ট্রেশনের নিয়ম:
সব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে। শিক্ষার্থীদের ২০১৫ সালে অধীত শ্রেণী অনুসারে তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে, তবে রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।