গণিত ক্লাব নিবন্ধন চলছে

বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধন এবং দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রেরণের ব্যবস্থা গ্রহণ-এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি যাত্রা শুরু করে। অত্র কমিটি মনে করে যে, বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের কাছে গণিতের সৌন্দর্য পৌঁছে দেওয়ার জন্য সারা দেশে গণিতের প্রচারে কাজ করছে এমন সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সারা দেশে প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণিত ও বিজ্ঞান নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোকে সদস্যপদ ও স্বীকৃতি প্রদান করে আসছে। তার ধারাবাহিকতায় এই ফরম এর মাধ্যমে সারাদেশে সক্রিয় গণিত ক্লাব সমূহের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই বছরের জন্য।

গণিত ক্লাব নিবন্ধন চলছে

বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধন এবং দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রেরণের ব্যবস্থা গ্রহণ-এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি যাত্রা শুরু করে। অত্র কমিটি মনে করে যে, বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের কাছে গণিতের সৌন্দর্য পৌঁছে দেওয়ার জন্য সারা দেশে গণিতের প্রচারে কাজ করছে এমন সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সারা দেশে প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণিত ও বিজ্ঞান নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোকে সদস্যপদ ও স্বীকৃতি প্রদান করে আসছে। তার ধারাবাহিকতায় এই ফরম এর মাধ্যমে সারাদেশে সক্রিয় গণিত ক্লাব সমূহের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই বছরের জন্য।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্যপদ পাওয়ার নীতিমালা সংযুক্ত আছে এখানেঃ
https://drive.google.com/file/d/10tMQ5kmtKyzYf1K0t1NjyFUWlNCa_7-F/view?usp=sharing

এই ফরমটি পূরণের আগে অবশ্যই একবার এই নীতিমালাটা পড়ে নেওয়া আবশ্যিক। নীতিমালা অনুযায়ী ক্লাব এর BdMO এর সদস্যপদ লাভের অন্যতম পূর্বশর্ত "নির্বাহী কমিটি" এবং ক্লাবের নিজস্ব "গঠনতন্ত্র"। প্রাথমিকভাবে সক্রিয় যে সকল ক্লাব গুলোর বর্তমান নির্বাহী কমিটি/গঠনতন্ত্র নেই তারাও ন্যুনতম ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করে, আগামী ৩ মাসের ভিতর পূর্ণাঙ্গ কমিটি ও গঠনতন্ত্র প্রদানের সম্মতি জানিয়ে ক্লাব নিবন্ধন এর জন্য আবেদন করতে পারবে। এবং শর্ত পূরণ সাপেক্ষে পূর্ণ সদস্যপদ পাবে। গঠনতন্ত্রের জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি থেকে কিছু আবশ্যক ধারা সম্বলিত মডেল গঠনতন্ত্র দেওয়া হয়েছে।

মডেল গঠনতন্ত্রটি পাওয়া যাবে এখানেঃ
https://drive.google.com/open?id=1aYiYdCOR6ouCCLIDj0CPyj6CZ_FUVTq-

এছাড়াও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য
ওয়েবসাইটঃ www.matholympiad.org.bd
ফেসবুক গ্রুপঃ https://facebook.com/groups/BdMOC 
ফেসবুক পেইজঃ https://facebook.com/BdMOC

বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক ক্লাব গণিত বিষয়ে আগ্রহী থাকায় তারাও ক্লাব এর সদস্যপদের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পর্যায়ে তাদের কার্যাবলি নির্দিষ্ট ভাবে নিবন্ধিত করা হবে।

পূর্বে নিবন্ধিত হয় নি বা আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে আপডেট হয় নি যেসকল ক্লাব তাদেরকে আগামী ২৪ জানুয়ারি এর মধ্যে ফর্মটি https://forms.gle/B2NT2A827PrGa7hH7 ফিলাপ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিবন্ধিত ক্লাব সমূহ নিয়ে আগামি ২৬ জানুয়ারি, শুক্রবার রাত ৯টায় অনলাইনে ক্লাব সমাবেশ মিটিং হবে।

উপরোক্ত শর্তাবলীতে সম্মতি সাপেক্ষে ক্লাব নিবন্ধন এর জন্য বর্তমানে সক্রিয় ক্লাবগুলোর করণীয়ঃ

ধাপ ১:
সংযুক্ত ফরমটি পূরণ করতে হবে।

ধাপ ২:
ক্লাব এর কর্মকান্ডের বিশদ বর্ণনা দিয়ে নিচের ঠিকানায় মেইল করতে হবে।
To: muhtasimfuad@matholympiad.org.bd
Cc: ruhulazgor@matholympiad.org.bd

 

মেইল দেওয়ার সময় মেইলের সাবজেক্ট হিসাবে থাকবেঃ BdMO Club Registration 2023

মেইলে সংযুক্ত থাকতে হবেঃ
১। ক্লাবের নাম ও সংক্ষিপ্ত বর্ণনা
২। ক্লাবের বর্তমান নির্বাহী কমিটি/আহবায়ক কমিটি
৩। ক্লাবের গঠনতন্ত্র(যদি থাকে)
৪। ক্লাবের বিগত সময়ের কর্মকান্ডের সুলিখিত বিবরণ

সকলের জীবন পাই এর মত সুন্দর হোক

 

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি


Written by:
Published at: Sun, Jan 21, 2024 8:00 AM
Category : BdMO 2024
Share with others