Tags

IMO

Author profile image
মুনির হাসান; বাথ, যুক্তরাজ্য থেকে

বাথ শহরের সাংস্কৃতিক কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৫তম আসরের। যুক্তরাজ্যে চতুর্থবারের মতো সূচনা হলো এই আয়োজনের। এর আগে ১৯৭৯ সালে লন্ডনে, ২০০২ সালে গ্লাসগোতে ও ২০১৯ সালে বাথ শহরে এই আয়োজন হয়। এবারও এই শহরেই হচ্ছে আয়োজনটি। প্রায় ১১০টি দেশের ৬ শতাধিক খুদে গণিতবিদ এ যাবৎকালের সবচেয়ে বড় গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। তবে উদ্বোধনী দিন পর্যন্ত বেশ কয়েকটি দেশের প্রতিযোগীরা এসে পৌঁছায়নি।

সোনা জয়ের স্বপ্ন নিয়ে মেধার যুদ্ধে অংশ নিতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল। আজ বৃহস্পতিবার ছয় সদস্যের খুদে গণিতবিদদের এই দলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। দেশের ভেতরে প্রায় ৭১ হাজার পরীক্ষার্থীর সঙ্গে মেধার যুদ্ধে লড়ে এই খুদে গণিতবিদেরা জায়গা করে নিয়েছে অলিম্পিয়াডের মূল দলে।

৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমওর ৬৫তম আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বাথ শহরে। চলতি বছরের ১০-২২ জুলাই বসবে এই আসর।

Author profile image
বা‌য়ে‌জিদ ভূঁইয়া, চিবা, জাপান থেকে

৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার নিত্যদিনের তাপমাত্রা বলা যায়। এমনই এক রৌদ্রোজ্জ্বল, কিন্তু কাঠফাটা রৌদ্রতপ্ত দিনে একদল খুদে গণিতবিদের সন্ধান মিলল কল্পরাজ্যে। গণিত আর পদার্থবিজ্ঞানের সূত্র দিয়ে নানা রাইডের রহস্য উন্মোচন করতেই যেন সব প্রচেষ্টা।