এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) ৩৬তম আয়োজনে বাংলাদেশ দুটি রৌপ্যপদক ও পাঁচটি ব্রোঞ্জপদক পেয়েছে। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে তিনজন। এপিএমও কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ওয়েবসাইটে (https://www.apmo-official.org/country_report/BGD/2024) এ ফলাফল ঘোষণা করে।