Tags

Math Camp

২১তম জাতীয় গণিত অলিম্পিয়াডে জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির ভালো ফল অর্জনকারীদের মধ্য থেকে সেরাদের নিয়ে তিন দিনব্যাপী অনাবাসিক জামিলুর রেজা চৌধুরী হাই পারফরম্যান্স ক্যাম্প (১ম পর্ব) আয়োজন করা হয়েছে। ১ম পর্বের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী সময়ে ক্যাম্পটির ২য় পর্ব অনুষ্ঠিত হবে।

Author profile image
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর ২-১৩ জুলাই জাপানের চিবা শহরে অনুষ্ঠিত হবে ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। এ জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

আইএমওর জন্য নির্বাচিত বাংলাদেশ দলের সদস্যরা হলেন এস এম এ নাহিয়ান (ঢাকা কলেজ), শাহরিয়ার হোসেন (আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর), নুজহাত আহমেদ দিশা (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা), জিতেন্দ্র বড়ুয়া (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), দেবপ্রিয় সাহা রায় (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ) ও ইমাদ উদ্দীন আহমাদ হাসিন (কুষ্টিয়া সরকারি কলেজ।