খুব শীঘ্রই শুরু হবে গণিত উৎসব ২০২২–এর নিবন্ধন

খুব শীঘ্রই শুরু হবে গণিত উৎসব ২০২২–এর নিবন্ধন

বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং ২০২২ সালে নরওয়ে অনুষ্ঠেয় ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপি ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২২’ আয়োজন করা হবে। গণিত উৎসবে অংশগ্রহণের জন্য প্রত্যেককে নিবন্ধন করতে হবে।

 

২০২২ সালের গণিত অলিম্পিয়াড ৪টি ধাপে অনুষ্ঠিত হবে–
১। অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড: অনলাইনে নিবন্ধন করে প্রত্যেকেই অনলাইন বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে।
২। অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড: অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে অনলাইন আঞ্চলিক পর্ব আয়োজন করা হবে।
৩। বিভাগীয় গণিত অলিম্পিয়াড: অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে বিভাগীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করা হবে।
৪। জাতীয় গণিত অলিম্পিয়াড: বিভাগীয় পর্বের বিজয়ীদের নিয়ে জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করা হবে।

 

অনলাইনে রেজিস্ট্রেশন: নিবন্ধনের জন্য ওয়েবসাইট শীঘ্রই উন্মুক্ত করে দেওয়া হবে–

· গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য– https://online.matholympiad.org.bd এই ওয়েব সাইটে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

· গণিত উৎসব ২০২২-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

· পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।

· ২০২০ এবং ২০২১ সালের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাকাউন্টে লগইন করে, নিজ নিজ তথ্য হালনাগাদ করে ২০২২ সালের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

 

ক্যাটাগরি: ৪টি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে–

ক. প্রাইমারি: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ. জুনিয়র: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. সেকেন্ডারি: নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও–লেভেল এবং ও–লেভেল পরীক্ষার্থী।
ঘ. হায়ার সেকেন্ডারি: একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ–লেভেল ও এ-লেভেল পরীক্ষার্থী।

 

সামাজিক মাধ্যমে গণিত উৎসবের খবর:

· গণিত উৎসবের নানা খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের অফি‌সিয়াল ফেসবুক পেজ https://facebook.com/BdMOC এবং ফেসবুক গ্রুপে https://facebook.com/groups/BdMOC