অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২২-এর ফলাফল প্রকাশিত

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২২-এর ফলাফল প্রকাশিত

ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব-২০২২ এর অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল আজ সন্ধ্যা ৬টায় প্রকাশিত হয়েছে। গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জনাব মুনির হাসান ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে বাছাই অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করেন। ফলাফল দেখতে লগইন করতে হবে https://online.matholympiad.org.bd/results এই ঠিকানায়।

উল্লেখ্য গত ২৮ জানুয়ারি গণিত অলিম্পিয়াডের অনলাইন বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীরা সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং প্রাইমারি ও জুনিয়র ক্যটাগরির শিক্ষার্থীরা বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনলাইনে অলিম্পিয়াডে অংশ নেয়।


বাছাই পর্বে উত্তির্ণ শিক্ষার্থীদের নিয়ে শীঘ্রই অনলাইনে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।


ডাচ্–বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ২০তম বারের মতো বাংলাদেশে গণিত অলিম্পিয়াড আয়োজন করেছে।