বাংলাদেশের পতাকা নিয়ে ছয় খুদে গণিতবিদ নরওয়েতে হতে যাওয়া ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। কোনো চাপ নয়, বরং গণিত উপভোগ করাটাই মূল—অলিম্পিয়াড কর্তৃপক্ষের এমন বার্তা নিয়ে ৮ জুলাই দলটি ঢাকা ছাড়বে।
৬ থেকে ১৬ জুলাই নরওয়ের অসলোতে বসছে ‘গণিতের বিশ্বকাপ’। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৩তম আসরে বাংলাদেশের পতাকা নিয়ে যাবেন ছয় শিক্ষার্থী। এবার প্রায় শতাধিক দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী গণিতের বিশ্ব লড়াইয়ে অংশ নেবেন।
এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) বাংলাদেশ দল একটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। এ ছাড়া তিনজন পেয়েছে সম্মানজনক স্বীকৃতি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় এ প্রতিযোগিতা।
প্রবেশমুখ দিয়ে ঢুকতেই ঢোলের আওয়াজে গণিতের জয়ধ্বনি। মন আর হৃদয় নেচে ওঠে। দুই বছর পর আবার এই খোলা মাঠে উদ্যাপিত হচ্ছে গণিত উৎসব। ততক্ষণে সকালের রঙিন ঝলমলে মিষ্টি আলো ইট-পাথরের উঁচু ভবনের ফাঁক দিয়ে এসে মাঠে খেলা করছে। অন্যদিকে গণিতকে জয় করতে সারা দেশ থেকে খুদে গণিতবিদের আনাগোনায় পুরো উৎসব প্রাঙ্গণ আনন্দ-উৎসাহে ভরপুর।
ঘরে ঢুকেই নীরবতাটা টের পাওয়া গেল; পিন পড়লে শব্দ শোনা যাবে, এমন নীরবতা। শব্দদূষণে প্রথম হওয়া এ শহরে এমন নিস্তব্ধতা সত্যি বিরল। ঘটনা হলো পরীক্ষা চলছে। গত ২৯ মার্চের কথা। রাজধানীর লালমাটিয়ায় গণিত অলিম্পিয়াডের ক্যাম্পে নীরবতাই আমাদের স্বাগত জানাল।
ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে (ইজিএমও) দুটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সদস্য ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নুজহাত আহমেদ ১৭ পয়েন্ট এবং হলিক্রস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইয়ান বিনতে মোস্তাফা ১৬ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছে।