- Baizid Juwel
- BdMO 2022
- Hits: 530
আনন্দ–উচ্ছ্বাসে গণিত উৎসব
প্রবেশমুখ দিয়ে ঢুকতেই ঢোলের আওয়াজে গণিতের জয়ধ্বনি। মন আর হৃদয় নেচে ওঠে। দুই বছর পর আবার এই খোলা মাঠে উদ্যাপিত হচ্ছে গণিত উৎসব। ততক্ষণে সকালের রঙিন ঝলমলে মিষ্টি আলো ইট-পাথরের উঁচু ভবনের ফাঁক দিয়ে এসে মাঠে খেলা করছে। অন্যদিকে গণিতকে জয় করতে সারা দেশ থেকে খুদে গণিতবিদের আনাগোনায় পুরো উৎসব প্রাঙ্গণ আনন্দ-উৎসাহে ভরপুর।