বাংলাদেশের দলীয় নম্বর আরও বাড়ানোর প্রত্যাশা

বাংলাদেশের দলীয় নম্বর আরও বাড়ানোর প্রত্যাশা

মধ্য দুপুর। ভাতঘুম দেওয়ার সময়। এমনই একসময় আমরা ঢাকার লালমাটিয়া আপন উদ্যোগ ফাউন্ডেশনের ভবনে গণিত ক্যাম্পে ঢুঁ মারি। ভরদুপুরে নীরবতা খেয়াল করলাম। ভবনের তিনতলায় উঠেই দেখি গোল হয়ে বসে আছে কয়েকজন। নিস্তব্ধ, পিনপতন শব্দের মধ্যে ইশারায় বুঝতে চাইলাম কী হচ্ছে।

শাহরিয়ার হোসেন নামের একজন ফিসফিস করে জানাল, আমরা ভাবছি। শাহরিয়ার এ বছর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের সদস্য হিসেবে জাপানে যাবে। ৬৪ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) দল ঘোষণা করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এ দলের সঙ্গে যাবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমওর ৬৪তম আসর অনুষ্ঠিত হচ্ছে জাপানের চিবা শহরে। চলতি বছরের ২ থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এ আসর।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত ছয় সদস্যের মধ্যে আছে ঢাকা কলেজের শিক্ষার্থী এস এম এ নাহিয়ান, রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুজহাত আহমেদ দিশা, চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী দেবপ্রিয় সাহা রায় ও কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ইমাদ উদ্দীন আহমাদ হাসিন।

তা ছাড়া এই দলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, উপদলনেতা নূর মোহাম্মদ শফিউল্লাহ এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া।

বাংলাদেশ দলের সদস্য হিসেবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের শিক্ষার্থী এস এম এ নাহিয়ান দ্বিতীয়বার আইএমওতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সে জানায়, এবারের ক্যাম্পে গতবারের চেয়ে নিজের দুর্বলতাগুলো কাটাতে প্রস্তুতি নিয়েছি। কোচ ও মেন্টরদের কাছ থেকে সময় ব্যবস্থাপনার কিছু কার্যকর কৌশল শিখেছি। গতবার সময় নিয়ে বিপাকে পড়েছিলাম। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুজহাত আহমেদ দিশা শুধু প্রস্তুতি নিয়েই ব্যস্ত না, গতবারের বন্ধুদের সঙ্গে দেখা করতে ভীষণ আগ্রহী। সে জানায়, ‘আমি আগেরবার ইন্দোনেশিয়া, আলবেনিয়া, পাকিস্তানসহ নানা দেশের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। এবার অনেকেই আসবে আবারও। তাদের সঙ্গে দেখা করতে অপেক্ষা করছি। ক্যাম্পে আমার আগের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে শেয়ার করেছি। এবার গতবারের স্কোর ছাড়িয়ে যাব বলে আশা করছি।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হয় গণিত উৎসব। সেখানে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনলাইনে বাছাই অলিম্পিয়াড এবং বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ২০টি শহরে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ী ১ হাজার ২৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব। এরপর জাতীয় উৎসবের বিজয়ী নির্বাচিত করা হয় ৮৫ জনকে। সেখান থেকে সেরা ৪০ জন নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ছয় সদস্যের বাংলাদেশ দল সুপারিশ করেন। কোচের সুপারিশ অনুযায়ী ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ছয় সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
ঢাকার লালমাটিয়ার আপন উদ্যোগ ডর্মে এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল।

রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেনের প্রথম বিমানভ্রমণ হবে বলে একটু উত্তেজিত। সে জানায়, ‘এবারে ক্যাম্পে আমরা চারজন আছি, যারা প্রথমবার বিদেশ যাচ্ছি। প্রথমবার বিমানে চড়ব। বিমানে চড়ার জন্য অপেক্ষা করছি। আর প্রস্তুতি হিসেবে যতটা সম্ভব নিজেকে তৈরি করা যায়, তা করেছি। মেন্টরদের কাছ থেকে জ্যামিতি ও কম্বিনেটরিক্সের নানা বিষয়ে সর্বোচ্চ জানার চেষ্টা করছি। আশা করি, দলের সদস্য হিসেবে ভালো করব।’

গল্প করতে করতে কথা হয় চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী দেবপ্রিয় সাহা রায় ও কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ইমাদ উদ্দীন আহমাদ হাসিনের সঙ্গে।

জিতেন্দ্র জানায়, ‘ক্যাম্পে সেই সকাল থেকে অঙ্ক করা শুরু করি। সারা দিনই কোনো না কোনো সমস্যা নিয়ে মাথা খাটাই আমরা। আবার এর মধ্যেই আমাদের খেলাধুলা, কুইজ কিংবা সিনেমা দেখার কাজ—সবই করি। সবাই মিলে ক্যাম্পের এই দারুণ সময়টা উপভোগ করছি।’ দেবপ্রিয় জানায়, ‘দিন দিন আইএমওর প্রশ্নে বৈচিত্র্য দেখা যায়। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কঠিন থেকে শুরু করে নানা সহজ প্রশ্ন নিয়েও মাথা খাটাচ্ছি ক্যাম্পে।’ ইমাদ উদ্দীনও বাকি সদস্যদের সঙ্গে ‘হুঁ, হুঁ’ বলে মাথা নাড়ায়। গতবারের চেয়ে এবারের দলীয় নম্বর আরও বাড়ানোর প্রত্যাশা সবার।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজন করছে।