2013-03-16-08-15-21-51442a1904d4e-djamalnaবিশিষ্ট গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জোতির্বিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক জামাল নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

শনিবার এক শোক বার্তায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, “তাঁর মৃত্যুতে দেশে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় তাঁর অবদানের কথা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে।”

তারা জামাল নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।