১২ ও ১৩ ফেব্রুয়ারি জাতীয় গণিত উত্সব ২০১৬

 

Math Final Logo

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শুক্র ও শনিবার রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় অবস্থিত সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলেঅনুষ্ঠিত হবে 'ডাচ্-বাংলা ব্যাংক প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০১৬' এবং চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উত্সবের আয়োজন করেছে। চলতি বছরের জুলাই মাসে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারা দেশের ২৪টি জেলা শহরে আঞ্চলিক গণিত উত্সব অনুষ্ঠিত হয়েছে। ২৪টি আঞ্চলিক গণিত উত্সব বিজয়ীদের নিয়ে এই জাতীয় আয়োজন।

১২ ফেব্রুয়ারি, শুক্রবার (সকাল ৮টা থেকে বিকেল ৫টা)

  • উত্সব আগমন সকাল ৮টায়।
  • উত্সবে আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের লাল রঙের টি-শার্ট ও বিজয়ী সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
  • উত্সবে এসে নিজ অঞ্চলের বুথ থেকে সকাল ৮.৪৫ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
  • উদ্বোধনী পর্ব সকাল ৯টা।
  • প্রাইমারি ২ ঘণ্টা, জুনিয়র ৩ ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষার সময় ৪ ঘণ্টা।
  • পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
  • পরীক্ষার হলে কলম, পেনসিল ও জ্যামিতি বক্স সঙ্গে আনতে হবে।

এছাড়া সুডোকু প্রতিযোগিতা, সিসিমপুরের পরিবেশনা, সাইকেল স্টান্ট, ওয়াটার রকেট উত্ক্ষেপন, মজার বিজ্ঞানসহ নানা আয়োজনে মুখর থাকবে উৎসবের প্রথম দিন।

 

১৩ ফেব্রুয়ারি, শনিবার (সকাল ৮.৩০টা থেকে বেলা ১২.৩০টা)

  • আগমন সকাল ৮.৩০টায়।
  • সমাপনী ও পুরস্কার বিতরণী ৯.৩০টা থেকে বেলা ১২.৩০ মিনিট পর্যন্ত।

এছাড়া রুবিকস কিউব প্রতিযোগিতা, গণিত সংসদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণিতের পট সহ নানা আয়োজন মুখর থাকবে সমাপনী দিন।