- Nasir Khan
- Blog
- Hits: 11913
গণিত অলিম্পিয়াডের ডিসকর্ড
গণিত এবং গণিত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনার জন্য আমরা একটা ডিসকর্ড (Discord) সার্ভার চালু করেছি। ডিসকর্ড একটি ফ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে মেসেজিং, ভয়েস কল, ফাইল শেয়ারিং করা যায়। পূর্বে কখনো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে, অথবা সামনের বছরগুলোতে অংশগ্রহণ করতে চায়, শিক্ষক, অভিভাবকসহ সকলেই এখানে যুক্ত হতে পারেন।