বিএম স্কু‌লে অনু‌ষ্ঠিত হ‌বে ব‌রিশাল গ‌ণিত উৎসব

ব‌রিশাল আঞ্চ‌লিক গ‌ণিত উৎসব ২৮ জানুয়া‌রি ২০২৩, শ‌নিবার ‌বিএম স্কুলে অনু‌ষ্ঠিত হ‌বে। ভুলবশত শিক্ষার্থী‌দের কা‌ছে পাঠা‌নো মে‌সেজে বিএম ক‌লেজ উল্লেখ করা হয়েছে। আশা ক‌রি সবাই প্রবেশপ‌ত্রে থাকা ভেন‌্যু ও সময় অনুযা‌য়ী ব‌রিশাল বিএম স্কু‌লে অনু‌ষ্ঠেয় গ‌ণিত উৎস‌বে অংশগ্রহণ কর‌বে।

গাজীপুর ভেন্যু অঞ্চলের ফলাফল

গণিত অলিম্পিয়াড ২০২৩ গাজীপুর ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে চলছে গণিত উৎসব

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। আজ সোমবার সকাল ৮টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ের মাঠে এ উৎসব শুরু হয়।

কুমিল্লা ভেন্যু অঞ্চলের ফলাফল

গণিত অলিম্পিয়াড ২০২৩ কুমিল্লা ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা

কুমিল্লায় আঞ্চলিক গণিত উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

শীতের রৌদ্রোজ্জ্বল সকালে কুমিল্লা নগরের বাদুরতলা এলাকার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে আঞ্চলিক গণিত উৎসব। কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এ উৎসবে, আছেন অভিভাবক ও শিক্ষকেরা।

ঢাকা ভেন্যু অঞ্চলের ফলাফল

গণিত অলিম্পিয়াড ২০২৩ ঢাকা ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা

ঢাকায় আঞ্চলিক গণিত উৎসব শুরু

দেশের বিভিন্ন জেলায় গণিতের উৎসব শুরু হয়েছে আগেই। এবার উৎসবের পালা ঢাকায়। ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩’-এর ঢাকা আঞ্চলিক পর্ব আজ শুক্রবার সকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসবে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বগুড়া ভেন্যু অঞ্চলের ফলাফল

গণিত অলিম্পিয়াড ২০২৩ বগুড়া ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা

বগুড়ায় গণিত উৎসব

বগুড়া জিলা স্কুল মাঠ। আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন শুরু হবে সকাল নয়টায়। তবে কনকনে শীত উপেক্ষা করে সকাল সাতটা থেকেই সেখানে শিক্ষার্থীরা আসতে শুরু করে। তাদের সঙ্গে আসেন অভিভাবকেরাও। সকাল আটটার মধ্যেই বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে বগুড়া ছাড়াও জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পদচারণে।

ফেনী ভেন্যু অঞ্চলের ফলাফল

গণিত অলিম্পিয়াড ২০২৩ ফেনী ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা

Search