কুষ্টিয়ায় গণিত উৎসবে খুদে শিক্ষার্থীদের আনন্দ–উচ্ছ্বাস

সকাল থেকে ঠান্ডা পড়ছে। তেমন কুয়াশা না থাকলেও শীতে জবুথবু সবাই। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি দিতে থাকে রোদ। কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে বাড়তে থাকে খুদে গণিতবিদদের আনন্দ-উচ্ছ্বাস। সেখানে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিয়েছে তারা।

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে রংপুরে আঞ্চলিক গণিত উৎসব শুরু

কুয়াশাচ্ছন্ন শীতের সকালটা মনে হয় ভোর। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে শিক্ষার্থীরা ছুটে এসেছে রংপুর জিলা স্কুল মাঠে। সেখানে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর আঞ্চলিক গণিত উৎসব। দিনব্যাপী এ উৎসবে নানা আয়োজনে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।

আঞ্চলিক গণিত উৎসব কাল শুরু

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। উৎসবের প্রথম দিন ২৬ জানুয়ারি কুষ্টিয়া ও রংপুর আঞ্চলিক উৎসব এবং ২৭ জানুয়ারি দিনাজপুর ও গাজীপুর গণিত উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থীদের সকাল সাড়ে ৮টায় পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।

ডাচ্-বাংলা ব‌্যাংক-প্রথম আ‌লো আঞ্চলিক গণিত উৎসব ২০২৪-এ অংশগ্রহনের বিশেষ নির্দেশিকা!

ডাচ্-বাংলা ব‌্যাংক-প্রথম আ‌লো আঞ্চলিক গণিত উৎসব ২০২৪-এ অংশগ্রহনের করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে নিচের নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

ডাচ্-বাংলা ব্যাংক- প্রথম আলো গণিত উৎসব ২০২৪ আঞ্চলিক অলিম্পিয়াডের সময়সূচী

ডাচ্-বাংলা ব্যাংক- প্রথম আলো গণিত উৎসব ২০২৪ আঞ্চলিক উৎসবের সম্ভাব্য সময়সূচী। ভ্যেনু নিশ্চিত হওয়ার সাথে সাথে আমরা তারিখ ও ভ্যেনু সংক্রান্ত তথ্যগুলো আপডেট করবো। 

গণিত ক্লাব নিবন্ধন চলছে

বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধন এবং দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রেরণের ব্যবস্থা গ্রহণ-এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি যাত্রা শুরু করে। অত্র কমিটি মনে করে যে, বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের কাছে গণিতের সৌন্দর্য পৌঁছে দেওয়ার জন্য সারা দেশে গণিতের প্রচারে কাজ করছে এমন সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সারা দেশে প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণিত ও বিজ্ঞান নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোকে সদস্যপদ ও স্বীকৃতি প্রদান করে আসছে। তার ধারাবাহিকতায় এই ফরম এর মাধ্যমে সারাদেশে সক্রিয় গণিত ক্লাব সমূহের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই বছরের জন্য।

গণিত উৎসব ২০২৪ অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত

গণিত উৎসব ২০২৪ অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত হয়েছে। https://online.matholympiad.org.bd লিংক থেকে ফলাফল দেখা যাবে।

নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে অথবা ৬ সংখ্যার ইউজারনেম অনুসন্ধান করে ফলাফল জানা যাবে।

১৯ জানুয়ারি, শুক্রবার অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২৪

‘ডাচ্‌-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর আয়োজনের বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গণিত অলিম্পিয়াড কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এবারের গণিত উৎসব ৩টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে ‘অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড’, পরবর্তীতে বাছাই পর্বের বিজয়ী নিয়ে ‘আঞ্চলিক গণিত উৎসব’ এবং আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নিয়ে ঢাকায় ‘জাতীয় গণিত উৎসব’ অনুষ্ঠিত হবে।

 

গণিত উৎসব ২০২৪ এর নিবন্ধন শুরু

গণিত উৎসব ২০২৪ এর নিবন্ধন শুরু হয়েছে। গণিত উৎসব ২০২৪-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।

https://online.matholympiad.org.bd সাইটে গিয়ে অনলাইন গণিত অলিম্পিয়াডের নিবন্ধনের জন্য “ নিবন্ধন” বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিবন্ধন সংক্রান্ত দিকনির্দেশনা আসবে।

জামিলুর রেজা চৌধুরী হাই পারফরম্যান্স ক্যাম্প (১ম পর্ব)

২১তম জাতীয় গণিত অলিম্পিয়াডে জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির ভালো ফল অর্জনকারীদের মধ্য থেকে সেরাদের নিয়ে তিন দিনব্যাপী অনাবাসিক জামিলুর রেজা চৌধুরী হাই পারফরম্যান্স ক্যাম্প (১ম পর্ব) আয়োজন করা হয়েছে। ১ম পর্বের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী সময়ে ক্যাম্পটির ২য় পর্ব অনুষ্ঠিত হবে।