ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ‘জাতীয় গণিত উৎসব ২০২৫’ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে। ছবি: আশরাফুল আলম

আনন্দ-উচ্ছ্বাসে শেষ মহা আয়োজন

কিছু ভালো লাগছে না, সৌম্যদ্বীপ অঙ্ক কষতে বসে যায়। আবার ভালো লাগছে, সে অঙ্কই কষে। মা সোমা রানী দের ভাষায়, ‘ছেলে অঙ্ক করতে খুব পছন্দ করে।’ এবার ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব’-এ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে সে সর্বোচ্চ নম্বর পেয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ‘জাতীয় গণিত উৎসব ২০২৫’ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ছবি: আশরাফুল আলম

আনন্দ-উচ্ছ্বাসে শেষ মহা আয়োজন

কিছু ভালো লাগছে না, সৌম্যদ্বীপ অঙ্ক কষতে বসে যায়। আবার ভালো লাগছে, সে অঙ্কই কষে। মা সোমা রানী দের ভাষায়, ‘ছেলে অঙ্ক করতে খুব পছন্দ করে।’ এবার ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব’-এ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে সে সর্বোচ্চ নম্বর পেয়েছে।

ডাচ্‌–বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। গতকাল সকালে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে। ছবি: তানভীর আহাম্মেদ

স্বপ্ন গণিতের মধ্য দিয়ে বিশ্বজয়ের

নজর শুধু প্রশ্নের ওপর। চেষ্টা কেবল প্রশ্নের জট খোলার। ছোট–বড় সবার একই অবস্থা। প্রতিযোগিতার মঞ্চে এসে ভুলে গেছে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি। কারণ, স্বপ্ন তাদের বিশ্বজয়ের।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৫ ও ২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের উদ্বোধনী পর্ব ছবি: তানভীর আহাম্মেদ

দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসব শুরু

ঢাকায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৫ ও ২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। দুই দিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো শিক্ষার্থী অংশ নিচ্ছে।

জাতীয় গণিত উৎসব শুরু ৭ ফেব্রুয়ারি

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৫’ ও ‘২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ৭ ও ৮ ফেব্রুয়ারি হবে গণিত নিয়ে এ আয়োজন।

গণিত উৎসবে দাবার লড়াই

প্রিয় আঞ্চলিক পর্বের বিজয়ী, শুভেচ্ছা নিও। তোমরা জানো যে, আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ৭–৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্র ও শনিবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে জাতীয় গণিত উৎসব ২০২৫ ও ২৩ তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড।

এ বছর জাতীয় গণিত উৎসব ৭-৮ ফেব্রুয়ারি

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ৭–৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০২৫’ ও ‘২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে।

দেশের মুখ উজ্জ্বল করবে তারা

সাপ্তাহিক ছুটির দিনের সকালে এত শিক্ষার্থীর উপস্থিতিই প্রমাণ করে, গণিতের প্রতি তাদের কত ভালোবাসা। তাদের মধ্যে লুকিয়ে আছে একেকজন আইনস্টাইন, গ্যালিলিও। এমন শিক্ষার্থীরাই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

চার জেলার শিক্ষার্থীদের নিয়ে ফেনীতে চলছে আঞ্চলিক গণিত উৎসব

ফেনীতে চার জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ শুক্রবার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়।