ফেনীতে চার জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ শুক্রবার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়।
শুক্রবারের সকাল। ময়মনসিংহ নগরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আঙিনাজুড়ে শিক্ষার্থীদের সরব পদচারণ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের এমন কোলাহল থাকে না বললেই চলে। কিন্তু আজকের চিত্র ভিন্ন। এ ভিন্নতায় পাওয়া গেল উৎসবের আমেজ। ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব’ উপলক্ষে সমবেত হয়েছেন অন্তত ১ হাজার ৪০০ শিক্ষার্থী।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২৩তম উৎসবে ঢাকা আঞ্চলিক পর্বে বিজয়ী ৪২৫ জন লড়বে জাতীয় পর্বে। আজ মঙ্গলবার তাদের হাতে মেডেল ও টি–শার্ট তুলে দেওয়া হয়েছে। এ সময় সামনের দিনে গণিতের ভূমিকা ও জীবনে গণিতের প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন অতিথিরা।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২৩তম উৎসবে ঢাকা আঞ্চলিক পর্বে বিজয়ী ৪২৫ জন লড়বে জাতীয় পর্বে। গতকাল মঙ্গলবার তাদের হাতে মেডেল ও টি-শার্ট তুলে দেওয়া হয়েছে। এ সময় সামনের দিনে গণিতের ভূমিকা ও জীবনে গণিতের প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন অতিথিরা।
‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫’-এর ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের পুরস্কার বিতরণী পর্ব আগামী ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার বেলা ৩টা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, মিরপুরে অনুষ্ঠিত হবে।
পাঁচ দিন ধরে সিলেটে শীতের প্রকোপ বেড়েছে। ঘন কুয়াশার সঙ্গে আছে কনকনে ঠান্ডা। সেই ঠান্ডা উপেক্ষা করে আজ শনিবার সকাল ৯টার দিকে সিলেট নগরের মেজরটিলা এলাকার স্কলার্সহোম মেজরটিলা কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০২৫। সিলেটের চারটি জেলার খুদে গণিতবিদেরা তুমুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে আঞ্চলিক এ গণিত উৎসবে অংশ নিয়েছে।
অষ্টম শ্রেণির ফারহাত রাইয়ান সিদ্দিকী আগেও গণিত উৎসবে অংশ নিয়েছিল। এবারের উৎসবে কি নিজের আগ্রহে এসেছে, নাকি পরিবারের উৎসাহে? এমন প্রশ্নে ফারহাতের ভাষ্য, ‘দুটোই’। আবার নরসিংদীর ইফতেখার আহমেদের স্কুলের অনেকেই অংশ নিচ্ছে। এ সুযোগে সেও নিজেকে যাচাই করতে ঢাকায় পরীক্ষা দিতে চলে এসেছে মা-বাবাকে নিয়ে।
রাজশাহী অঞ্চলের গণিত উৎসবের পরীক্ষা চলছে আর রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষক মাহবুব হাসান ও তাঁর স্ত্রী রাজশাহী জিপিওর সহকারী পোস্টমাস্টার রেজুয়ানা হক চেয়ে আছেন ছেলে এম এম হাসান ইনান বের হয়ে কী বলবে, সেই আশায়। শুধু তাঁরা দুজন নন, যত শিক্ষার্থী, তত অভিভাবকে ভরে উঠেছিল রাজশাহী শাহ্ মখদুম কলেজের মাঠ। মাঘের সকালের কুয়াশাজড়ানো শীত ভেঙে উৎসব হয়ে উঠেছিল মা-বাবা-শিক্ষক-শিক্ষার্থী সবার। সবার একটাই প্রত্যাশা—দেশকে বিশ্বমানের করতে গণিতকে জয় করতে হবে।
মাঘের শীতের কুয়াশা তখনো কাটেনি। কিন্তু উৎসব প্রাঙ্গণ সরব শিক্ষার্থীদের উচ্ছ্বাসে। তারা এসেছে দলে দলে। তাদের চোখেমুখে উচ্ছ্বাস, গণিত জয়ের আকাঙ্ক্ষা।