১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত শিশু-কিশোর-শিক্ষার্থীসহ সবার মৃত্যুতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গভীর শোক প্রকাশ করছে।
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত শিশু-কিশোর-শিক্ষার্থীসহ সবার মৃত্যুতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গভীর শোক প্রকাশ করছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) ৩৬তম আয়োজনে বাংলাদেশ দুটি রৌপ্যপদক ও পাঁচটি ব্রোঞ্জপদক পেয়েছে। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে তিনজন। এপিএমও কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ওয়েবসাইটে (https://www.apmo-official.org/country_report/BGD/2024) এ ফলাফল ঘোষণা করে।
প্রখ্যাত গণিতবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মুনিবুর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) এবার দুটি ব্রোঞ্জপদক ও চারটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা। গণিতের ৬৫তম বিশ্ব আসরে বাংলাদেশ দল দলীয়ভাবে মোট ৮৩ নম্বর পেয়ে ৬৫তম স্থান অধিকার করেছে। চলতি বছর এই আয়োজনে ১০৮টি দেশের মোট ৬০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৮১ জন মেয়ে।
‘এখনকার পৃথিবী অন্য সময়ের চেয়ে অনেক কঠিন, অনেক জায়গায় অনেক রকমের মন খারাপের ঘটনা ঘটছে। সারা বিশ্বে অনেক রকম উত্তেজনা চলছে। সবকিছু দূরে রেখে গণিতের জন্য আগামী এক সপ্তাহ ছেলেমেয়েরা কাজ করবে, এটাই আমাদের আনন্দ।’ এই বার্তা দিয়েই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) উদ্বোধন করেছিলেন অধ্যাপক জিওফ স্মিথ। ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আয়োজক কমিটির তিনি চেয়ারম্যান।
বাথ শহরের সাংস্কৃতিক কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৫তম আসরের। যুক্তরাজ্যে চতুর্থবারের মতো সূচনা হলো এই আয়োজনের। এর আগে ১৯৭৯ সালে লন্ডনে, ২০০২ সালে গ্লাসগোতে ও ২০১৯ সালে বাথ শহরে এই আয়োজন হয়। এবারও এই শহরেই হচ্ছে আয়োজনটি। প্রায় ১১০টি দেশের ৬ শতাধিক খুদে গণিতবিদ এ যাবৎকালের সবচেয়ে বড় গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। তবে উদ্বোধনী দিন পর্যন্ত বেশ কয়েকটি দেশের প্রতিযোগীরা এসে পৌঁছায়নি।
সোনা জয়ের স্বপ্ন নিয়ে মেধার যুদ্ধে অংশ নিতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল। আজ বৃহস্পতিবার ছয় সদস্যের খুদে গণিতবিদদের এই দলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। দেশের ভেতরে প্রায় ৭১ হাজার পরীক্ষার্থীর সঙ্গে মেধার যুদ্ধে লড়ে এই খুদে গণিতবিদেরা জায়গা করে নিয়েছে অলিম্পিয়াডের মূল দলে।
৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমওর ৬৫তম আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বাথ শহরে। চলতি বছরের ১০-২২ জুলাই বসবে এই আসর।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ১-২ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৪’ ও ‘২২তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে।
‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের পুরস্কার বিতরণী পর্ব আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার সকাল ৯.০০টা টিসিবি মিলনায়তন, কারওয়ান বাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে।